কলকাতা: হাওয়া ভার থাক বৃষ্টির জলে, তবুও বসন্তের দিবস বলে কথা। ভ্য়ালেনটাইনস ডে-এর সঙ্গেই পড়েছে সরস্বতী পুজো। বাঙালির মনের দুই সুন্দর দিন পড়েছে একই দিনে। ফলে উদযাপন হবেই। এই দিনে প্রিয়জনদের সঙ্গে নানারকম পরিকল্পনা থাকে। কেউ লাঞ্চ বা ডিনারের পরিকল্পনা করেন। কেউ আবার কোথাও ঘুরতে যান। কারওর গন্তব্য আবার একসঙ্গে সিনেমা হল। শুধু এই দিনটির জন্যই বেশ কিছু পুরনো সিনেমা হলে ফিরিয়ে আনা হয়। একটা গোটা দিন ধরে রূপোলি পর্দায় ভ্যালেনটাইনস ডে উদযাপন। তেমনই বেশ কিছু হদিশ থাকছে এই প্রতিবেদনে। ১৪ ফেব্রুয়ারি কোন সিনেমা দেখবেন, তা-ই ভাবছেন ? তাহলে এই তালিকাটা আপনার জন্যই।
ভ্যালেনটাইনস ডে-এর রোম্যান্টিক সিনেমা (Valentine’s Day 2024 Romantic Movie)
ডিডিএলজে (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) - রোম্যান্সের রাজা বললেই যেমন শাহরুখের নাম উঠে আসে, তেমনই রোম্যান্টিক ফিল্ম বললেই এই সিনেমার নাম আসবেই। রাজ আর সিমরানের প্রেম সিনেমা রিলিজের পর থেকে আজও বিখ্যাত হয়েছে। ভ্যালেনটাইনস ডে-তে তাই এই সিনেমা ফের দেখতে পারেন যুগলে।
যব উই মেট - শাহিদ কাপুর ও করিনা কাপুরের এই সিনেমা আজও প্রেমের সিনেমা হিসেবে মুখে মুখে ফেরে। এই সিনেমাটাই আমেজ গড়ে দিতে পারে ভ্য়ালেনটাইনস ডে-এর।
রব নে বানাদি জোড়ি - ফের শাহরুখ খান। অনুষ্কা শর্মার ডেবিউহয়েছিল এই সিনেমায়। সাধারণ অফিস কর্মচারীর প্রেমজীবন হলেও রোম্যান্সে ভরপুর এই সিনেমা রাখুন ভ্য়ালেনটাইনস ডে-এর মুভি লিস্টে।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি - দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর নিয়ে কম চর্চা হয় না। তাদের অন-স্ক্রিন রিলেশন ভ্য়ালেনটাইনস ডে-তে দেখতেই পারেন। তাই লিস্টে রাখতে পারেন এটিই।
মহব্বতেঁ - রোম্যান্টিক সিনেমা বলতেই যে নামগুলো বারবার উঠে আসে, সেই তালিকাতেই রয়েছে মহব্বতেঁ। আর মুখ্য চরিত্রে ফের শাহরুখ খান। আদিত্য চোপড়ার এই সিনেমা আপনার উইশলিস্টে রাখতেই পারেন।
ফানা - কাশ্মীরী মেয়ের চরিত্রে কাজল ও বাস ড্রাইভারের চরিত্রে আমির খানের এই সিনেমা আজও বিখ্যাত। এক অন্যরকম প্রেমের গল্প দেখায় ফানা। দেখতে পারেন ভ্য়ালেনটাইনস ডে-তে।
চেন্নাই এক্সপ্রেস - প্রেম তো থাকবেই ভ্য়ালেনটাইনস ডে-তে। তার সঙ্গে থাকুক কিছুটা কমিক রিলিফ। আর সেটাই এনে দেবে চেন্নাই এক্সপ্রেস। দীপিকা শাহরুখের এই প্রেমের গল্পে কমেডি, রোম্যান্স, অ্যাডভেঞ্চার সবই রয়েছে।
আরও পড়ুন - Valentines Day 2024 Wishes: V Day-এর শুরুতেই প্রিয়জনকে পাঠান এই বিশেষ শুভেচ্ছাবার্তা