গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নাম না করে অনুব্রত মণ্ডলকে বাহুবলী বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এ নিয়ে ভিডিও ভাইরাল হতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে।  পাল্টা জবাব দিয়েছেন অনুব্রতও। তবে উপাচার্য বা বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।


বিশ্বভারতীকে কেন্দ্র করে বিতর্ক, বাদানুবাদ মেটার কোনও লক্ষণ নেই। ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। তাঁর বিরুদ্ধে নাম না করে অনুব্রত মণ্ডলকে বাহুবলী বলে কটাক্ষ করার অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রতও।এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। যদিও ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  


বিশ্বভারতী সূত্রে খবর, গত বৃহস্পতিবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে বিশ্বভারতী চত্বরের বিভিন্ন ভবন থেকে চুরি হচ্ছে বলে অভিযোগ করেন উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। তাঁর দাবি, নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললে তাঁরা এখানকার এক বাহুবলীর দ্বারস্থ হন। সেই কারণে নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন উপাচার্য। 


উপাচার্য কারও নাম না করলেও রাজনৈকিক মহলের অনুমান, তিনি ইঙ্গিত করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে। ভিডিও ভাইরাল হওয়ার পর উপাচার্যকে ফের বিঁধেছেন তৃণমূলের জেলা সভাপতি। 


বীরভূম  তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এই বক্তব্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল বলেন, ওঁর এত সাহস হয়নি আমার নাম করে বলার। উনি একটি পাগল লোক। নিজের বাড়ির চুরি সামলাতে পারছেন না। যখন বোলপুর ছেড়ে যাবেন, সবকিছু তাঁর বাডি থেকেই উদ্ধার করা হবে। উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বভারতীর এক সাসপেন্ডেড অধ্যাপকও। 


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, উপাচার্য উল্টোপাল্টা বকছেন।  কর্মীজদের দোষারোপ করছেন। উপাচার্য তাঁর দায়িত্ব সামলাতে পারছেন না। এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলেও ফোন ধরেননি বিশ্বভারতীর উপাচার্য।


আরও পড়ুন: বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে বিতর্কে নিশীথ প্রামাণিক, 'নিষেধাজ্ঞা অমান্যের' অভিযোগ তৃণমূলের


আরও পড়ুন: রায়গঞ্জ মেডিক্যালে ১০ বছরের বালিকার মৃত্যুতে চাঞ্চল্য; 'সুগার থাকায় বাঁচানো যায়নি' দাবি হাসপাতালের