সরকারি নানা পরিষেবা পেতে আধার অতি প্রয়োজনীয়। তা সে সরকারি ভর্তুকি হোক বা পরিচয় সংক্রান্ত কাগজপত্র। জমিজমা সংক্রান্ত নথি বা প্রভিডেন্ট ফান্ড সবেতেই আধার নম্বর দরকার পড়ে। কিন্তু জানেন কি, আপনার আধার পরিষেবা কোন কোন কাজে ব্যবহৃত হয়েছে তা আপনি অনায়াসে জেনে নিতে পারবেন।
কীভাবে ? Aadhar-এর সরকারি ওয়েবসাইটেই রয়েছে এই সুবিধা।
প্রথমে যেতে হবে uidai.gov.in- এই ওয়েবসাইটে।
মাই আধার এই অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
তিন নম্বর কলামে রয়েছে আধার সার্ভিসেস। ওই কলামের আট নম্বর লিস্টটি হল আধার অথেন্টিকেশন হিস্ট্রি।
ক্লিক করলে একটি পাতা খুলে যাবে। নির্দিষ্ট জায়গায় দিতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। অথবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আই ডি-র সাহায্যেও অথেন্টিকেশন হিস্ট্রি খুলে পাওয়া যেতে পারে।
এরপর সিকিউরিটি কোড দিতে হবে নির্দিষ্ট জায়গায়। OTP - আসবে রেজিস্টার্ড মোবাইলে।
যেদিন থেকে আপনি আধার কার্ড ব্যবহারের ইতিহাস জানতে চান সেই অনুযায়ী দিন ও সাল উল্লেখ করুন। সর্বাধিক ৫০টি আপডেট আপনি দেখে নিতে পারবেন। আধার কার্ড কোন কোন পরিষেবা প্রদানে ব্যবহৃত হয়েছে সে সংক্রান্ত সব বিস্তারিত তথ্য স্ক্রিনে দেখতে পারবেন। ভবিষ্যৎ প্রয়োজনে ডাউনলোডও করে নিতে পারবেন।