নয়াদিল্লি: সম্প্রতি বিয়ে করেছেন নোবেল পুরস্কারজয়ী মালালা  ইউসুফজাই (Malala Yousafzai)। গত সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে কর্মরত আসের মালিককে বিয়ে করেন তিনি। বার্মিংহামের বাড়িতে একেবারেই স্বল্প আয়োজনে তাঁদের নিকাহ হয়। বিয়ের খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন শান্তির জন্য নোবেলজয়ী মালালা। বিয়ের নানা ছবি দিয়ে মালালা লেখেন, 'আজ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আসের আর আমি একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। বার্মিংহামে একেবারে ছোট অনুষ্ঠানের মাধ্যমে নিকাহ অনুষ্ঠান সম্পন্ন হল। আমাদের নিকাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের ঘনিষ্ঠ আত্মীয় পরিজনরা। আমাদের আশির্বাদ করুন। যাতে আমরা জীবনের বাকি দিনগুলো একসঙ্গে সুখের সঙ্গে কাটাতে পারি। জীবনের পরবর্তী জার্নিটা আমরা একসঙ্গে কাটানোর জন্য অত্যন্ত উত্তেজিত।'



মালালা ইউসুফজাইয়ের বিয়ের ছবি এবং বিয়ের খবর ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নেট নাগরিক তাঁর পুরনো একটি সাক্ষাৎকারের অংশ তুলে ধরেছেন। যেখানে একটি বিদেশি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় বিয়ে সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন নোবেলজয়ী মালালা। আর তাতেই দেখা দিয়েছে বিতর্ক। সম্প্রতি বেশ কিছু নেট নাগরিক নিজের টুইটার হ্যান্ডলে মালালার ২০১৫ সালে বলা বিয়ে সম্পর্কে কিছু বক্তব্য তুলে ধরেছেন, টুইটার পোস্টটিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে, একটি সাক্ষাৎকারে মালালা বলছেন, 'এখনও পর্যন্ত আমি বুঝতে পারি না যে, মানুষ কেন বিয়ের সিদ্ধান্ত নেয়। যদি তোমার জীবনে কোনও মানুষের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে তার জন্য বিয়ের নথিতে সই করার কী প্রয়োজন! কেন এটা শুধুমাত্র কোনও পার্টনারশিপ হতে পারে না?'



সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে ঘিরে দেখা দেওয়া বিতর্ক প্রসঙ্গে মালালা ইউসুফজাই স্পষ্ট করে দেন যে, তিনি কখনওই বিয়ের বিরুদ্ধে ছিলেন না। শিশুদের এবং অপ্রাপ্তবয়স্কদের বিবাহের প্রসঙ্গেই ২০১৫-র ওই সাক্ষাৎকারে কথাগুলি বলেছিলেন। এরইসঙ্গে সাম্প্রতিককালের সাক্ষাৎকারে মালালা তাঁর স্বামীকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, তিনি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছেন, যিনি তাঁর মূল্য দিয়েছেন।


প্রসঙ্গত, মেয়েদের শিক্ষা নিয়ে লড়াই করা মালালা ইউসুফজাই পাকিস্তানি তালিবানদের হাতে আক্রান্ত হন। শুধু তাই নয়, পাকিস্তানি তালিবানরা তাঁর মাথাতেও গুলি করে। 


আরও পড়ুন - Divorce: বিবাহবিচ্ছেদের অন্যতম কারণগুলো কী কী?