সন্দীপ সরকার, কলকাতা: জন্মদিন মানেই বিশেষ তিথি। নতুন পোশাক। দু'বেলা পাতে স্পেশ্যাল মেন্যু। উপহার। কেক। পায়েস। সব মিলিয়ে উৎসবের আমেজ।


কিন্তু সানা গঙ্গোপাধ্যায়ের (Sana Ganguly) এবারের জন্মদিন বেশ আলাদাই কাটছে। শুক্রবার ২২ পূর্ণ করলেন সানা। বাবা-মা সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় কলকাতায়। আর তিনি রয়েছেন প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে। লন্ডনে। তার ওপর জন্মদিনেও ছুটি নেই। সদ্য কর্মজীবনে প্রবেশ করেছেন সানা। অফিসের কাজেই দিনভর ব্যস্ত থাকতে হচ্ছে।


ডোনা (Dona Ganguly) এবিপি আনন্দকে বলছিলেন, 'সানা আজ আলাদা কিছুই করছে না। কারণ, ওর অফিস রয়েছে। অফিসের কাজ করেই দিন কেটে যাবে। ২-৩ জন বন্ধুবান্ধব আসবে হয়তো সন্ধ্যায়। একসঙ্গে খাওয়াদাওয়া করবে। ব্যাস, সেটুকুই।' যোগ করলেন, 'আমরা ওকে বলেছিলাম, কিছু পরিকল্পনা কর। সেলিব্রেট কর। কিন্তু ও কাজ নিয়েই ব্যস্ত থাকছে। নতুন চাকরি। সন্ধ্যার পর হয়তো একটু সময় পাবে। তখনই ২-৩ জন বন্ধু আসার কথা রয়েছে।'


সদ্য ইউসিএল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হয়েছেন সানা। সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ ও ডোনা। মেয়ের সঙ্গে থাকার জন্য ডোনাকে প্রায়ই যেতে হয় লন্ডনে। সমাবর্তনের সময়ই প্রায় মাস দুয়েক কাটিয়ে এসেছেন। তবে পুজো কেটেছে কলকাতায়। এখনই লন্ডনে যাওয়ার পরিকল্পনাও নেই। বলছিলেন, 'বড়দিনের সময় সানা যদি ছুটি পায়, তখন আসবে কলকাতায়। এখনই হয়তো আমাদের যাওয়া হবে না।'


মেয়ের জন্মদিন কলকাতাতেই কাটছে সৌরভেরও। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ম্যাচ। সরাসরি ক্রিকেট প্রশাসনে যুক্ত না থাকলেও, ইডেনের প্রস্তুতির খোঁজখবর রাখছেন। সৌরভ (Sourav Ganguly) বলছিলেন, 'এবারের জন্মদিন ইংল্যান্ডেই কাটছে সানার। আমরা যেতে পারিনি। তবে ওর জন্য আগাম উপহার অর্ডার করাই ছিল।' জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি অধিনায়ক আরও বলেছেন, 'সানা যে চাকরি করছে, বিশ্বাসই হয় না। লন্ডনে একটি এআই সংস্থায় কর্মরত সানা।'


কলকাতায় থাকলে সানার পছন্দের রান্নাবান্না হয় বাড়িতে। রাতে হয়তো বাইরের খাওয়াদাওয়া। আমন্ত্রিত থাকেন বন্ধু, আত্মীয়, পরিজনেরা। তবে এবার সব কিছুই আলাদা। ডোনা বলছিলেন, 'ওর যেটা পছন্দ করুক। আমরা উপহার পাঠিয়ে দিয়েছি।'


আরও পড়ুন: ODI World Cup Exclusive: শামিকে আরও আগে খেলানো উচিত ছিল, আগুনে স্পেলে মুগ্ধ মহারাজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial