Apple Cider Vinegar: অ্যাপেল সিডার ভিনিগার (Apple Cider Vinegar) সাধারণত ওজন কমাতে সাহায্য করেই বলে আমরা জানি। কিন্তু চুলের দেখভাল (Hair care Tips) করার ক্ষেত্রেও অ্যাপেল সিডার ভিনিগার খুবই ভালভাবে কাজে লাগে। চলুন জেনে নেওয়া যাক, চুলের কোন কোন সমস্যা দূর করে অ্যাপেল সিডার ভিনিগার।
হেয়ার গ্রোথ- অ্যাপেল সিডার ভিনিগার একটি ভিটামিন, মিনারেলস এবং অ্যাসেটিক অ্যাসিড সমৃদ্ধ তরল। হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের বৃদ্ধিতে (লম্বা অংশে) সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার। নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপকরণ। তাই চুলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। তাই কন্ডিশনার হিসেবে অ্যাপেল সিডার ভিনিগার মিশ্রত উপকরণ ব্যবহার করতে পারেন।
স্ক্যাল্পের দেখভালের পাশাপাশি দূর করে খুশকি- অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ থাকার ফলে খুশকির সমস্যা দূর করে এই তরল। শুধু চুল নয় মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করতেও কাজে লাগে এই অ্যাপেল সিডার ভিনিগার।অ্যাপেল সিডার ভিনিগারে ভিটামিন এবং প্রাকৃতিক উৎসেচক রয়েছে। তার ফলে স্ক্যাল্পে ভালভাবে রক্ত সঞ্চালন হয়। হেয়ার ফলিকলগুলি পুষ্টি পায়। এর ফলে নতুন চুল গজাতে পারে এবং চুলের গ্রোথ হয় ভালভাবে। অনেকেরই স্ক্যাল্প খুব তেলতেলে হয়। অ্যাপেল সিডার ভিনিগার স্ক্যাল্পে তেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
বজায় রাখে চুলে উজ্জ্বলতা- চুল মোলায়েম রাখতে এবং চুলের ঔজ্জ্বল্য বাড়াতেও কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস। চুলের কিউটিকলে একটি চকচকে আস্তরণ দিতে সাহায্য করে এইসব উপকরণ। অ্যাপেল সিডার ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে। অর্থাৎ চুলের লালচে ভাবও দূর হয় এই উপকরণের সাহায্যে।
কীভাবে চুলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করবেন, জেনে নিন
সাধারণত ভেজা চুলেই এই উপকরণ ব্যবহার করা উচিত। শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগিয়ে চুল ধুয়ে নিন প্রথমে। এবার অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে জল মিশিয়ে নিন। তারপর ওই তরল ভাল করে লাগিয়ে নিন চুলের লেংথ পোরশন বা লম্বা অংশে। মিনিট ৫-৭ রেখে ভাল ভাবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিলেই হবে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন