Oppo Foldable Phone: ভারতে আসছে ওপ্পোর ফোল্ডেবল ফোন (Oppo Foldable Phone) ফাইন্ড এন৩ ফ্লিপ (Oppo Find N3 Flip)। আগামী ১২ অক্টোবর ভারতীয় সময় সন্ধে ৭টায় এই ফোন লঞ্চ হবে দেশে। ওপ্পো সংস্থার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্ট লাভ স্ট্রিম করা হবে। এই নিয়ে ওপ্পো সংস্থা ভারতে দ্বিতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছিল ফাইন্ড এন২ ফ্লিপ। ওপ্পো সংস্থার নতুন ফোল্ডেবল ফোন ফাইন্ড এন৩ ফ্লিপ চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ফোনের মিল থাকবে। তবে ভারতে ওপ্পো ফাইন্ড এ৩ ফ্লিপ ফোনের দাম ৯০ হাজারের বেশি হতে পারে বলে শোনা যাচ্ছে।
ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি র্যাম।
- ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে LPDDR5X RAM থাকার কথা রয়েছে যা আগের ফোনের র্যামের তুলনায় ৩৩ শতাংশ বেশি গতিতে কাজ করবে।
- এই ফোল্ডেবল ফোনের ক্যামেরা মডিউলে রয়েছে Sony IMX709 মেন ক্যামেরা সেনসর। এখানে আবার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার রয়েছে।
- ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ ফোনে ৪৩০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৪ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনে ১০০ শতাংশ চার্জ হতে এক ঘণ্টারও কম সময় লাগবে, মাত্র ৫৬ মিনিট।
- এই ফোনে ৬.৮ ইঞ্চির ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে, যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার কথা রয়েছে এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আউটার ডিসপ্লে হতে পারে ৩.২৬ ইঞ্চির।
- ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর, ৩২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
ভারতে ওপ্পো সংস্থার একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন লঞ্চ হয়েছে সম্প্রতি
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো সংস্থার একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন (Budget Smartphone) ওপ্পো এ১৮। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং ব্লু- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৮ ফোন। এই মডেলে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও চিপসেট। এছাড়াও রয়েছে এইচডি প্লাস রেজোলিশন যুক্ত এলসিডি ডিসপ্লে। এছাড়াও ওপ্পো এ১৮ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুন- কম বাজেটে ফোন কিনতে চান? ভারতে হাজির ভিভোর নতুন ফোন, দাম সাধ্যের মধ্যেই