Hair Care Tips : পুজোর কয়েকদিন ইচ্ছে মতো স্টাইল করেছেন চুলে। ব্যবহার করেছেন বিভিন্ন স্টাইলিং টুল। কেউ ব্যবহার করেছেন হেয়ার কার্লার। কেউ বা ব্যবহার করেছেন হেয়ার স্ট্রেটনার। অনেকে আবার চুল শুকিয়ে নেওয়ার তাড়ায় ব্যবহার করেছেন হেয়ার ড্রায়ার কিংবা ব্লোয়ার। আর তার জেরে যথেষ্ট ক্ষতি হয়েছে আপনার চুলের। এবার সঠিক ভাবে পরিচর্যার পালা। এখন থেকেই যত্ন না করলে চুলের আরও বেশি ক্ষতি হতে বাধ্য। 

Continues below advertisement

যেকোনও স্টাইলিং এবং হিটিং টুল চুলে ব্যবহার করলে চুলের বারোটা বাজতে বাধ্য। ক্ষতি হবেই। ইতিমধ্যেই যাঁরা চুলে এসব ব্যবহার করে ফেলেছেন, তাঁরা চেষ্টা করুন আর ব্যবহার না করতে। আর যাঁদের চুলে বেশ কিছু সমস্যা এর মধ্যেই দেখা দিয়েছে, তাঁরা কীভাবে ক্ষয়ক্ষতি রুখবেন, দেখে নিন। 

  • রোজ একবার মিনিট ১৫ সময় নিয়ে হাল্কা উষ্ণ নারকেল তেল চুলে ম্যাসাজ করুন। মাথার তালুতেও ম্যাসাজ করতে পারেন। ভালভাবে মাথার তালু এবং চুলের লম্বা অংশে উষ্ণ নারকেল তেল ম্যাসাজ করা হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। তাহলে চুলের রুক্ষ, শুষ্ক, লালচে ভাব দূর হবে। জেল্লা ফিরবে চুলের। মোলায়েম হবে চুল। সেই সঙ্গে নারকেল তেল ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত হবে। আর তাই চুল পড়ার সমস্যাও কমবে। নতুন চুল গজাতেও সাহায্য করবে নারকেল তেল দিয়ে স্ক্যাল্প এবং চুলে ম্যাসাজ করার এই অভ্যাস। 
  • চুলে ভালভাবে শ্যাম্পু করে নেওয়া জরুরি। সেই সঙ্গে কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করলে চুল নরম ও উজ্জ্বল থাকবে। ভাল গুণমানের শ্যাম্পু ব্যবহার করতে হবে। চুলের ধরন অনুসারে শ্যাম্পু বেছে নিন। হার্বাল শ্যাম্পু ব্যবহার করলে অবশ্যই তারপর কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করতে হবে চুলে। এই দুই উপকরণ শুধু চুলের লম্বা অংশে লাগাতে হবে। স্ক্যাল্পে লাগানো চলবে না একেবারেই। শ্যাম্পু করার পর প্রথমে চুল ভেজা অবস্থায় কন্ডিশনার লাগিয়ে অল্প সময় রেখে চুল ধুয়ে নিন। তারপর হাল্কা করে মাথা মুছে নিয়ে আধভেজা চুলে সিরাম লাগিয়ে নিন। তাহলে চুল ভাল থাকবে। 

বাইরে বেরোলে এখন কিছুদিন চুল খোলা না রাখাই ভাল। পারলে বেঁধে রাখুন। আর খুলে রাখলে রোজ শ্যাম্পু করার চেষ্টা করুন। নাহলে ধুলোময়লা জমে যাবে। তবে চুল বাঁধলে একদম শুকিয়ে যাওয়ার পর বাঁধবেন। এই সামান্য কয়েকটি নিয়ম রোজ মেনে চলতে পারলেই চুলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমবে। 

Continues below advertisement