Grey Hair: একটা-দুটো চুল পেকে গিয়েছে আপনার? আয়নার সামনে চুল আঁচড়াতে দাঁড়ালেই আজকাল মন খারাপ হয়ে যাচ্ছে? অকালে চুল পেকে যাওয়ার সমস্যা আজকাল অনেকের মধ্যেই দেখা যায়। ঘরোয়া টোটকাতেই রয়েছে এর সমাধান। অসময়ে চুল সাদা হয়ে যাওয়া রুখতে চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কিছু তেল চুল ব্যবহার করতে হবে। তাহলেই মিলবে সমাধান। চুলে তেল ব্যবহারের সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। 


১। চুলে আলতো হাতে তেল ম্যাসাজ করতে হবে। বিশেষ করে যাঁদের চুল খুব রুক্ষ-শুষ্ক তাঁরা চুলের লম্বা অংশে অবশ্যই তেল লাগাবেন। 


২। মাথার তালুতেও আলাদা করে তেল ম্যাসাজ করতে হবে। তবে আলতো হাতে। বেশি জোরে ঘষা চলবে না। এতে চুলে গোড়া আলগা হয়ে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 


এবার দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সহজেই কোন কোন তেল আপনি তৈরি করতে পারবেন যা ব্যবহার করলে চুল পেকে যাওয়ার সমস্যা কমবে 



  • নারকেল তেল চুলের জন্য সবসময়েই ভাল। এর সঙ্গে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার তেল কিছুটা ঠান্ডা হলে, হাল্কা গরম থাকা অবস্থায় ওই তেল মাথার তালু এবং চুলের লম্বা অংশে লাগিয়ে নিন। এই তেল চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়ার সমস্যা কমায়, খুশকির সমস্যাও কমায়। এর পাশাপাশি চুল পেকে যাওয়ার প্রবণতাও কমায় এই তেল। 

  • আমলকি চুলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আমন্ড থেকে তৈরি করা তেলের মধ্যে আমলকি দিয়ে ফুটিয়ে নেওয়া প্রয়োজন। প্রচুর ভিটামিন রয়েছে আমলকি এবং আমন্ড তেলে। এইসব ভিটামিন চুলের সাধারণ কালো রঙে ধরে রাখতে সাহায্য করে। 

  • জবা ফুল ভালভাবে পেস্ট করে নিয়ে মিশিয়ে নিতে হবে নারকেল তেলের মধ্যে। তারপর ওই তেল চুলে লাগাতে পারলে পাকা চুলের সমস্যা কমবে। 

  • চুলের জন্য মেথি খুবই জরুরি একটি উপকরণ। নারকেল তেলের মধ্যে মেথি দিয়ে ভাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেথি তেল। শ্যাম্পু করার আগে এই তেল চুলে ম্যাসাজ করে নিন। অনেক উপকার পাবেন। 

  • তিল চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য একটি প্রয়োজনীয় উপকরণ। সাদা হোক কিংবা কালো তিল, নারকেল তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে ওই তিল তেল চুলে ব্যবহার করতে পারেন। 


আরও পড়ুন- শুধু চিয়া সিড নয়, হাজার গুণ অন্যান্য কিছু বীজেও, রোজ পাতে রাখছেন তো? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।