মিয়ামি: গোড়ালির চোট সারিয়ে মাঠে ফিরেছেন। অনুশীলনও করছেন। কিন্তু মেজর সকার লিগে চিকাগোর বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না লিওনেল মেসি। ইন্টার মিয়ামি ক্লাবের পরবর্তী ম্য়াচ আগামী ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে। অর্থাৎ আরও দু সপ্তাহ মাঝে সময় পাচ্ছেন মেসি নিজেকে আরও ফিট করে তুলতে। 


মেজর সকার লিগে এই নিয়ে নবম ম্য়াচ যা মেসি খেললেন না। গোটা মরশুমে এই নিয়ে ১৫টি ম্য়াচে মেসিকে ছাড়াই মাঠে নেমেছে ইন্টার মিয়ামি। গত ১ জুন থেকেই ক্লাবের জার্সিতে আর খেলতে দেখা যায়নি বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন সুপারস্টারকে। প্রথম দিকে আর্জেন্তিনার জার্সিতে কোপা আমেরিকায় খেলছিলেন, তার জন্যই ক্লাবের জার্সিতে খেলতে দেখা যায়নি মেসিকে। পরে অবশ্য গোড়ালির চোটের জন্য নিজেকে খেলা থেকে সরে দাঁড়ান। এখনও পর্যন্ত মেজর সকার লিগে ১২ ম্য়াচে মোট ১২টি গোল করেছে মেসি। ১৩টি অ্যাসিস্ট করেছেন। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য যে আর্জেন্তিনার স্কোয়াড, তাতে রাখা হয়নি মেসিকে।


সেপ্টেম্বরের গোড়ায় বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্তিনা। সেখানে মেসিকে বিশ্রাম দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি ম্যাচ ফিট হবেন না বলেই আরও এই সিদ্ধান্ত, দাবি আর্জেন্তিনার সংবাদমাধ্যমের। এরই মাঝে শনিবার শিকাগোয় খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। মেসি পুরোপুরি সেরে উঠতে আরও ২ সপ্তাহ সময় পাচ্ছেন।


 






উল্লেখ্য, কোপা আমেরিকা ফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। তারপর ধীরে ধীরে সেরে উঠছেন। আটবারের ব্যালঁ ডি অর জয়ীকে মাঠে দেখার জন্য তর সইছে না ফুটবল প্রেমীদের। এর আগে ইন্টার মিয়ামির কোচ তাতা মার্তিনেজ বলেছেন, 'আমি কোনও তারিখ বা সংখ্যা বলতে পারব না। যে এই দিন ও ট্রেনিংয়ে নামবে। তবে ওর মাঠে নামা বেশিদিন দূরে নয়। ওর চোট শারীরিক দিক থেকে ছিল। তবে চোটের একটা দিক মনকেও কাবু করে ফেলে। আমাদের দুটোর সঙ্গেই লড়াই করে জিততে হয়। আমার বিশ্বাস ও সেই পর্বের মধ্যে দিয়েই যাচ্ছি।' যদিও এবার ক্লাবের জার্সিতে অনুশীলনে নামলেন মেসি। কিন্তু ম্য়াচে কবে নামবেন, সেই অপেক্ষা বাড়ল আরও কিছুটা।