কলকাতা: চলতি বছরের প্রায় শেষ লগ্নে এসে গিয়েছি আমরা। আর মাত্র কিছু ঘণ্টা পরই বর্ষবরণ (New Year 2022) উদযাপন করব। যদিও করোনা পরিস্থিতি চলছে। তাই যাবতীয় কোভিড বিধি মেনেই উদযাপন করতে হবে বর্ষবরণ। নতুন বছরে নতুন শুরু। পুরনো যা কিছু খারাপ ছিল, তার থেকে শিক্ষা নিয়ে শুরু করতে হবে নতুন বছরটা। নতুন কাজের উদ্যম নিয়ে শুরু করা নতুন বছর। অথবা কোনও সম্পর্ককে নতুন রূপ দেওয়া। যেভাবে আপনি আপনার নতুন বছরটা শুরু করতে চান, ইতিমধ্যেই হয়তো তৈরি করে ফেলেছেন তার তালিকা।


নতুন বছরের শুরুর মুহূর্ত থেকে আমরা প্রিয়জনদের পাঠাতে থাকি নতুন বছরের শুভেচ্ছা। কী কী শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন আপনি আপনার প্রিয়জন, বন্ধু, আত্মীয় পরিজনদের (New Year Wishes)? রইল তার কিছু উদাহরণ-


১. নতুন বছরের অনেক শুভেচ্ছা। প্রার্থনা করি নতুন বছরে তোমার জীবনে অনেক সাফল্য আসুক। হ্যাপি নিউ ইয়ার ২০২২।


২. আমাদের বন্ধুত্ব কোনওদিনও ম্লান হওয়ার নয়। যত দিন যাবে আমাদের বন্ধুত্ব তত গাঢ় হবে। এভাবেই বছরের পর বছর বন্ধু হয়ে থাকার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রার্থনা করি আগামী বছর আমাদের বন্ধুত্ব আরও রঙিন হোক।


আরও পড়ুন - Hypnic Jerk: ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি অনুভব হচ্ছে? কেন হয় এমন?


৩. তোমাকে এবং তোমার পরিবারকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাদের আশির্বাদ করুন।


৪. অনেক অনেক ভালোবাসা এবং সুস্বাস্থ্যের কামনা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২২।


৫. হ্যাপি নিউ ইয়ার ২০২২। নতুন বছর অনেক শান্তি, আনন্দ, সুখ এবং হাসিতে কাটুক।


৬. অতিমারির দুঃশ্চিন্তার মধ্যেও প্রার্থনা করি প্রিয়জনদের নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো সুরক্ষিত থাকো। 


৭. পুরনো সমস্ত গ্লানি মুছে যাক নতুন বছরের আনন্দে। জীবন ভরে উঠক অনেক আনন্দের মুহূর্তে। হ্যাপি নিউ ইয়ার ২০২২।


৮. প্রার্থনা করি নতুন বছরে তোমার দিনগুলো হয়ে উঠুক সোনায় মোড়া। তোমার জীবন হয়ে উঠুক হিরের মতো উজ্জ্বল। সারা বিশ্বের সমস্ত তারা তোমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিক। নতুন বছর শুধুই আনন্দের হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২২।


৯. বিগত বছরে যত আনন্দের মুহূর্ত কাটিয়েছি, সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ। নতুন বছর আরও আনন্দে কাটুক, এই প্রার্থনা করি। হ্যাপি নিউ ইয়ার ২০২২।


১০. নতুন বছরে জীবন হয়ে উঠুক রামধনুর মতো রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের সুগন্ধের মতো সুগন্ধ ছড়াক জীবনে। হ্যাপি নিউ ইয়ার ২০২২।