Gout Pain: অনেকেই বাতের ব্যথায় মারাত্মক কষ্ট পান। বিশেষ করে শীতকালে বাতের ব্যথা বাড়ে। ঠান্ডা আবহাওয়ায় শরীরের বিভিন্ন গাঁট বা জয়েন্ট অংশে যন্ত্রণা হতে থাকে তীব্র ভাবে। বাতের ব্যথা কখন বেশি হতে পারে এবং বাতের ব্যথা শুরু হলে হাতে এবং পায়ে কী কী লক্ষণ দেখা দিতে পারে, জেনে নিন। বাতের ব্যথা বেশিরভাগ সময়েই আচমকা শুরু হয়ে যায়। বাতের ব্যথা বেশিরভাগ সময় রাতের দিকেই আচমকা শুরু হয়ে থাকে। একবার বাতের ব্যথা শুরু হয়ে গেলে হাতে এবং পায়ে একাধিক উপসর্গ দেখা যায়। বাতের ব্যথা শুরু হলে শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। আর কী কী ভাবে কষ্ট পেতে পারেন আপনি? দেখে নিন সেই তালিকা।
- বাতের ব্যথা শুরু হলে শরীরের বিভিন্ন জয়েন্ট বা গাঁট অংশে ব্যথার পাশাপাশি, জয়েন্ট বা গাঁট অংশে হঠাৎ করেই খুব গরম অনুভব করতে পারেন। ত্বকের ভিতর থেকে জ্বালাপোড়া অনুভূত হতে পারে আপনার।
- বাতের ব্যথা এতটাই কষ্টকর যে একবার শুরু হলে সামান্য একটু ছোঁয়া লাগলেও যন্ত্রণায় কাতরে উঠতে হয়। বাতের কারণে শরীরের যেসব গাঁটে ব্যথা শুরু হয় সেই জায়গা ফুলে যায়। সেখানে সামান্য স্পর্শ হলেও ব্যথায় কাতর হতে পারেন আপনি।
- হাতে-পায়ের যে জায়গায় বাতের ব্যথা শুরু হয়েছে সেই জায়গা লালচে রঙের হয়ে যায়। এছাড়াও অনুভূত হয় অতিরিক্ত তাপ। ফুলে যায় এইসব অংশ। সারাক্ষণ মনে হতে পারে যেন ফোঁড়া হয়েছে এবং তার চারপাশের অংশে তীব্র যন্ত্রণা হচ্ছে।
- পায়ের পাতা, হাঁটু, গোড়ালি এবং পায়ের আঙুল- এই চার জায়গায় সবচেয়ে বেশি বাতের ব্যথা অনুভূত হয়। ব্যথা এতটাই তীব্র হয় যে পা নড়াতেও অসুবিধা হয়। আঙুল ফুলে আটকে শক্ত হয়ে যায়। আঙুল নড়াতেও অসুবিধা হতে পারে আপনার।
- বাতের যন্ত্রণা এতটাই মারাত্মক হয় যে পায়ের পাতা, আঙুল, গোড়ালি সামান্য নড়াচড়া করতে গেলেও তীব্র ব্যথা অনুভূত হবে। বাতের কারণে পায়ের পাতা এতটাই ফুলে যায় যে জুতো পরতেও অসুবিধা হতে পারে আপনার।
আরও পড়ুন- চোখের সংক্রমণ এড়াতে, কনজাংকটিভাইটিস রুখতে, কীভাবে সতর্ক থাকবেন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।