Banana Health Benefits: প্রতিদিন একটা ফল (Fruits Health Benefits) খেতে পারলে আপনার শরীর-স্বাস্থ্য নিঃসন্দেহে ভাল থাকবে। রোজের খাওয়ার জন্য মেনুতে একটা কলা অন্তত রাখুন। একের বেশি সংখ্যক কলাও (Banana Health Benefits) খেতে পারেন আপনি। তবে খুব বেশি পরিমাণে খাবেন না। দুটোর বেশি কলা খেলে পেটে ব্যথা, পেটের অন্যান্য সমস্যা, অ্যাসিডিটি-গ্যাস ইত্যাদির উপসর্গ দেখা দিতে পারে। তবে প্রতিদিন একটা কলা আপনি খেতেই পারেন। কিন্তু রোজ একটা কলা কেন খাবেন? খেলে কী কী উপকার পাবেন? দেখে নিন সেই তালিকা। 



  • কলার মধ্যে সোডিয়ামের পরিমাণ কম। ফাইবার এবং পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট। এছাড়াও রয়েছে প্রিবায়োটিকস। নিয়মিত একটা কলা খেলে হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। এর পাশাপাশি এড়িয়ে চলা সম্ভব ডায়াবেটিসের সমস্যাও। তবে কলার মধ্যে যেহেতু ন্যাচারাল সুগার রয়েছে। তাই রাতে কখনই কলা খাবেন না। ব্লাড সুগারের মাত্রা আচমকা বেড়ে যেতে পারে। 

  • আমাদের শরীরের পেশীগুলিকে মজবুত করতে সাহায্য করে কলার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। ফাইবার সমৃদ্ধ এই ফল দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ভরপুর এনার্জির জোগান দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল কলার দাম অন্যান্য অনেক ফলের তুলনায় যথেষ্টই কম। তাই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই ফল। 

  • ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং কিডনির সমস্যা থাকলে কলা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। কারণ কলার মধ্যে ন্যাচারাল সুগার, কার্বোহাইড্রেট রয়েছে ভাল পরিমাণেই। ক্যালোরিও রয়েছে বেশ অনেকটাই। তবে কম পরিমাণে খেলে চিন্তার কোনও কারণ নেই। খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেল ভাল হয়। 

  • বাচ্চা এবং বয়স্ক, দুই ক্ষেত্রেই কলা খাওয়া সুবিধাজনক। কারণ সেভাবে দাঁতে জোর দিয়ে চিবোতে হয় না। চেষ্টা করবেন দিনের বেলাতেই কলা খেতে। আর একটা ব্যাপারে সতর্ক থাকা জরুরি। বেশিরভাগ মানুষই কলার সঙ্গে দুধ খেয়ে থাকেন। এই অভ্যাস অবশ্যই ত্যাগ করুন। কারণ কলার সঙ্গে দুধ খেলে অবধারিত ভাবে অ্যাসিডিটির সমস্যা মারাত্মক ভাবে দেখা দেবে আপনার শরীরে। এর পাশাপাশি পেটে ব্যথা, গা-গোলানো, বমি ভাব এইসব সমস্যাও দেখা দিতে পারে। তাই সাবধানে থাকা জরুরি। 


আরও পড়ুন- শীতের সকালে শরীরচর্চায় আলস্য-অনীহা, নিজেকে চাঙ্গা রাখতে কীভাবে একসারসাইজ করলে মিলবে উপকার? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।