Work Out Tips: রোজ শরীরচর্চা (Regular Work Out) করার ব্যাপারে অনীহা রয়েছে অনেকেরই। বিশেষ করে শীতের মরশুমে (Winter Work Out)  শারীরিক কসরতের নাম শুনলেই আলস্য জড়িয়ে ধরে অনেককে। কিন্তু নিয়মিত শরীরচর্চা না করলে অবনতি হবে স্বাস্থ্যের। দেখা দেবে একাধিক সমস্যা। কিন্তু ঠান্ডার মধ্যে সাতসকালে উঠে শরীরচর্চা করতে কারই বা ভাল লাগে। তবে সহজ কয়েকটা কৌশল মেনে চলতে পারলে কিন্তু প্রতিদিনের শরীরচর্চার বিষয়টা আপনার কাছে আর একঘেয়ে লাগবে না। 


শরীরচর্চা করতে যাতে একঘেয়েমি না আসে, তার জন্য কী কী করা উচিত 



  • যাঁরা জিমে যেতে পছন্দ করেন না, কোনও অসুবিধা নেই। এমন নয় যে শুধু জিম করলেই আপনি সুস্থ থাকবেন। বাড়িতে ফ্রি-হ্যান্ড একসারসাইজ কিংবা যোগাসনেও সমান উপকার পাওয়া সম্ভব। চাইলে সকালে হাঁটতে যেতে পারেন। দৌড়নো, জগিং, সাইক্লিং এমনকি সাঁতার কাটা সবই অত্যন্ত ভাল একসারসাইজের তালিকায় পড়ে। তাই জিমে অনীহা থাকলেও সমস্যা নেই। 

  • যাঁরা সকাল হাঁটতে যান, দৌড়োন কিংবা জগিং করেন, স্কিপিং করেন, তাঁরা একা একা শরীরচর্চা না করে সঙ্গে একজন বন্ধুকে অন্তত নিন। যদি চার-পাঁচজন মিলে একসঙ্গে একসারসাইজ করতে পারেন তাহলে আরও ভাল। একা একা শরীরচর্চা করতে অনেকসময়েই একঘেয়ে, বিরক্তি লাগে। কয়েকজন বন্ধু মিলে একসারসাইজ করলে সেই অসুবিধা নেই। 

  • নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে অন্যকে দেখে প্রচুর পরিশ্রম করতে যাবেন না। যতটা আপনার পক্ষে সম্ভব, ততটুকুই করুন। প্রয়োজনে ছোট ছোট লক্ষ্য স্থির করে নিন। ২১ দিন বা তিন সপ্তাহের জন্য নিজেকেই নিজে চ্যালেঞ্জ করুন। একটা লক্ষ্যমাত্রা ঠিক করে নিন। ২১ দিন পর দেখে নিন সেটা পূরণ হল কিনা। 

  • নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আদৌ আপনার উন্নতি হচ্ছে কিনা, হলে কতটা হচ্ছে, সেই দিকে নজর রাখুন। আজকাল অত্যাধুনিক অনেক গ্যাজেট লঞ্চ হয়ে গিয়েছে। স্মার্টওয়াচেই থাকে একগুচ্ছ ফিচার। তাই শরীরচর্চা করার সময় হাতে পরে থাকুন স্মার্টওয়াচ। তাহলে নিজের ফিটনেস সংক্রান্ত তথ্য, স্বাস্থ্যের বিভিন্ন দিক খেয়াল রাখতে পারবেন আপনি। 

  • যাঁরা খেলাধুলো করতে ভালবাসেন কিংবা সাঁতার কাটতে ভাল লাগে, তাঁদের অন্য কোনও দিকে মন দেওয়ার প্রয়োজনই নেই। নিয়মিত খেলাধুলো করতেই পারলে অনেক উপকার পাবেন আপনি। ঝরবে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ। অন্যান্য অনেক দিক থেকে সুস্থ-সবল থাকবেন আপনি। 


আরও পড়ুন- মাইগ্রেন-সাইনাস ছাড়া আর কী কী কারণে তীব্র যন্ত্রণা হতে পারে মাথায়? জীবনযাত্রায় কোন কোন পরিবর্তন দূর করবে এই সমস্যা? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।