কলকাতা : আধুনিক যুগে (Modern Time) অনেকের মধ্যেই ভাত (Rice) খাওয়ার প্রবণতা কমে গেলেও, ভাত খেতে পছন্দ করে এমন মানুষের সংখ্যাও দেশে কম নয়। এমন বাড়ি খুব কমই পাওয়া যাবে যেখানে দিনে একবারও ভাত খাওয়া হয় না। ভাত শুধুমাত্র খাবারের জন্য-ই নয়, অনেক জায়গায় ধর্মীয় পুজো এবং অনুষ্ঠানেও ব্যবহার করা হয়। জেনে রাখা ভাল যে, ভাত স্বাস্থ্যের পক্ষেও উপকারী। এতে বেশি কার্বোহাইড্রেট (Carbohydrate) থাকে তা কমবেশি সকলেরই জানা। তবে, এর পাশাপাশি এতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন এবং ফাইবার।
অনেকেই এই ভুল ধারণা পোষণ করে থাকেন যে ভাত খেলে ওজন বাড়ে বা পেট ফেঁপে যায়। কিন্তু, এমন কিছু হয় না। জেনে রাখা ভাল যে, ভাত খেলে কোলেস্টেরল বাড়ে না। যে কোনও কিছু সঠিকভাবে খাওয়া হলে তার উপকারিতা পাওয়া যায়।
জেনে নিন ভাত খাওয়ার সঠিক সময় এবং উপায় সম্পর্কে-
ভাত খাওয়া নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন থাকে। কেউ কেউ মনে করেন যে ভাত একেবারেই রাতে খাওয়া উচিত নয়। তাতে স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় এমনও বলা হয় যে রোগা হতে হলে ভাত খাওয়া ছেড়ে দেওয়া উচিত। কিন্তু, এই ধারণা ভুল বলে মনে করা হয়। ভাত পুরোপুরি ছেড়ে দিলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। ভাত খেতে সমস্যা নেই, তবে ভুল সময়ে ভাত খেলে সমস্যা আছে।
ভাত খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল দিনের বেলা। আপনি যদি দিনের বেলায় ভাত খান, তবে আপনার শরীর তা সহজেই হজম করে নিতে পারবে। এছাড়াও এতে থাকা পুষ্টি উপাদান শরীরের উপকার করে। এর কার্বোহাইড্রেট সারা দিন শরীরে শক্তি সরবরাহ করতে থাকে। রাতে বা সন্ধ্যায় উচ্চ শর্করা জাতীয় খাবার খাবেন না।
আপনি যদি প্রতিদিন ভাত খান, তবে এতে থাকা কার্বোহাইড্রেট আপনাকে সারা দিন শক্তি জোগাবে। তাছাড়া ভাত খেলে পায়খানা সংক্রান্ত কোনও সমস্যা হবে না, আপনার পেট খুব ভাল থাকবে। ভাতে থাকা ফাইবার পেটের জন্য খুবই ভাল।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।