কলকাতা: গরমকাল পেরিয়ে বর্ষাকাল (Monsoon) আসতেই মানুষের মতো পশুপাখিদেরও স্বাস্থ্যের নানা পরিবর্তন আসে। এই সময় ওদের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন না নিলে হতে পারে নানা অসুখ। বর্ষাকালে গরমের সঙ্গে থাকে স্যাঁতস্যাতে আবহাওয়াও। কখনও ঠান্ডা লাগে আবার কখনও গরম লাগে। এই সময় পোষ্যদের (Pet Care) দেখা যায় গরম চাদরের মধ্যে ঢুকে থাকতে। তার পাশাপাশি স্নানেও অনীহা দেখা দেয়। কীভাবে এই সময়ে পোষ্যদের স্বাস্থ্যের যত্ন নেবেন? জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


বর্ষাকালে পোষ্যদের যত্ন-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে কুকুর থেকে বিড়াল, সকলের মধ্যেই খাবারে একটি অনীহা দেখা দেয়। এই সময়ে ওদের খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বর্ষাকালে যেহেতু পেটের গোলমাল হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওদের খেতে দিতে হবে পুষ্টিকর আর হালকা খাবার। পর্যাপ্ত পরিমাণে জলও খাওয়াতে হবে। কলের জল এই সময়ে ওদের দেওয়া স্বাস্থ্যকর নয়। কারণ, তা থেকে জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নজর রাখতে হবে যেন সঠিক সময়ে কৃমির ওষুধ খাওয়ানো হয়।


২. বর্ষাকালেও পোষ্যদের বেড়াতে নিয়ে যাওয়া দরকার। বৃষ্টির জল যাতে লোমের মধ্যে না বসতে পারে, তার জন্য ওদের রেনকোট পরিয়ে নিয়ে যেতে পারেন। তবে, বাইরে থেকে ঘুরে আসার পর ওদের থাবা ভালো করে পরিষ্কার করে দিতে ভুলবেন না।


আরও পড়ুন - Women's Health: কোন ফল মহিলাদের বেশিদিন বাঁচতে সাহায্য করে?


৩. বৃষ্টির কারণে বাইরে নিয়ে যেতে না পারলে বাড়ির মধ্যেই খেলার অভ্যাস করান। তাতে ওদের মন ভালো থাকে। আর শরীরও সুস্থ থাকে।


৪. লোমের সমস্যা দূর করতে চিরুনি কিংবা ব্রাশ দিয়ে লোম ভালো করে আঁচড়ে দিন। যদি স্নান করান, তাহলে নজর রাখতে হবে যেন লোম ভালোভাবে শুকিয়ে যায়। 


৫. বর্ষাকালের স্যাঁতস্যাতে আবহাওয়ায় পোষ্যকে গরম জায়গায় রাখুন। চাদর দিয়ে ঢেকে দিতে পারেন শোওয়ার সময়ে।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।