Protein Rich Foods in Breakfast: জলখাবারে প্রোটিন জাতীয় খাবার রাখা সবচেয়ে স্বাস্থ্যকর। বিশেষ করে যাঁরা ওজন কমাতে চাইছেন তাঁরা ব্রেকফাস্টে অতি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খান। ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার খেলে আপনি ঠিক কী কী উপকার পাবেন, দেখে নিন একনজরে। আসলে ব্রেকফাস্টে আপনি কী ধরনের খাবার খাবেন তার উপর নির্ভর করছে আপনার সারা দিন কেমন কাটবে। 



  • ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার শরীরে ভরপুর এনার্জির জোগান পাবেন। প্রোটিন জাতীয় খাবার ব্রেকফাস্টে খেলে সারাদিন কাজে এনার্জি পাবেন আপনি। সহজে ক্লান্ত হবেন না। যেহেতু প্রোটিন জাতীয় খাবার থেকে প্রচুর এনার্জি পাবেন তাই ক্লান্তি কাটিয়ে সকালে মনযোগ দিয়ে কাজ করতে পারবেন। 

  • প্রোটিন জাতীয় খাবার ব্রেকফাস্টে খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। খাইখাই ভাব কমবে। ফলে অসময়ে উল্টোপাল্টা খাবার খাওয়া হবে না। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। 

  • ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার খেলে ব্লাড সুগারের আচমকা বেড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। তাই ডায়াবেটিসের সমস্যা যাঁদের রয়েছে তাঁরা ব্রেকফাস্টের মেনুতে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখুন। 

  • ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার খেলে আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি পায়। তার ফলে নিয়ন্ত্রণে থাকে ওজন। তাই ওজন কমাতে যাঁরা কড়া ডায়েট করছেন, তাঁরা জলখাবার প্রোটিন জাতীয় খাবার খাওয়াই শরীর-স্বাস্থ্যের পক্ষে ভাল। 

  • প্রোটিন জাতীয় খাবার ব্রেকফাস্টে খেলে আপনার পেশীতে কোনও চোট-আঘাত থাকলে তার সহজে নিরাময় হবে। পেশীর চোট খুবই যন্ত্রণা দেয়। কিন্তু তার উপশমে কাজে লাগে প্রোটিন জাতীয় খাবার। 

  • ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার খেলে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক পরিমাণে থাকবে। ফলে সুগার ক্রেভিং হবে না আপনার। তাই ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখা জরুরি। 

  • প্রোটিন জাতীয় খাবার খেলে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে। তার ফলে ভাল থাকে হৃদযন্ত্র। তাই হার্টের সমস্যা এড়াতে চাইলে, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি কমাতে চাইলে প্রোটিন জাতীয় খাবার খাওয়া ভাল। 


আরও পড়ুন- চিয়া সিড নয়, এই বিশেষ বীজ খেলে আরও অনেক বেশি উপকার 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।