Warm Water Side Effects: দিনের শুরুটা অনেকেই করেন হাল্কা গরম জল (Luke Warm Water) খেয়ে। কেউ শুধু গরম জল (Warm Water) খান। কেউ বা মিশিয়ে নেন পাতিলেবুর রস এবং মধু। হাল্কা গরম জল খেলে স্বাস্থ্যের জন্য তা উপকারই দেবে আপনাকে। কিন্তু যদি অতিরিক্ত গরম জল খান, এমনকি লেবু, মধু মেশানো গরম জল বা শুধু গরম জলও দীর্ঘদিন খেতে থাকেন তাহলে সমস্যা তৈরি হবে। একটানা এই ধরনের পানীয় খাওয়ার অভ্যাস না থাকাই ভাল। মাঝে মাঝে কয়েকদিন বিরতি দিয়ে তারপর আবার অভ্যাস চালু করলেই সবচেয়ে বেশি উপকার পাবেন আপনি।
দিনের পর দিন সাতসকালে খালিপেটে গরম জল খেলে কী কী অসুবিধা হতে পারে আপনার শরীরে, জেনে নিন
- যদি অতিরিক্ত গরম জল খান তাহলে সবার আগে পুড়ে যেতে পারে জিভ এবং মুখের ভিতরের অংশের নরম চামড়া। একই সমস্যা দেখা যাবে গলার ভিতরের অংশ এবং খাদ্যনালীর ক্ষেত্রেও। আর একবার যদি গরম জলের প্রভাবে এইসব অংশ পুড়ে যায় তাহলে পরবর্তী ঢোঁক গেলা থেকে শুরু করে খাবার এমনকি জল খেতেও মারাত্মক সমস্যা হবে আপনার।
- প্রায় সকলেই জানেন গরম জল খেলে অ্যাসিডিটি, গ্যাস, বদহজম এইসব সমস্যা কমে যায়। তবে যদি অতিরিক্ত গরম জল খাওয়া হয়ে যায়, তাহলে এইসব সমস্যাই বাড়তে পারে। বিশেষ করে দেখা দেবে অ্যাসিডিটির সমস্যা। অতএব নিয়মিত খালিপেটে গরম জল খাওয়ার অভ্যাস থাকলে একদম ঈষদুষ্ণ জল অর্থাৎ ঠান্ডা ভাব কাটিয়ে তারপর খাওয়াই শ্রেয়।
- অতিরিক্ত গরম জল খেলে আমাদের শরীর শুষ্ক হয়ে যায়। ডিহাইড্রেশনের সমস্যাও লক্ষ্য করা যায়।
- দাঁতের ক্ষয় হতে পারে অতিরিক্ত গরম জলের প্রভাবে। মূলত দাঁতের এনামেল ক্ষয়ে যায়। কমজোরি হয়ে যায় আমাদের দাঁত।
- খাবার খাওয়ার আগে, পরে একেবারেই গরম জল খাওয়া উচিত নয়। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের খাবার থেকে পুষ্টি উপকরণ শোষণ করার ক্ষমতা কমে যায়। তার ফলে শরীরে পুষ্টি উপকরণ অর্থাৎ নিউট্রিয়েন্টসের ঘাটতি হতে পারে।
- দীর্ঘদিন ধরে অতিরিক্ত গরম জল খাওয়ার অভ্যাস থাকলে তা আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় রাখতে পারে। বাড়ায় রক্তচাপ। ক্ষতি করতে পারে কিডনির। সমস্যা দেখা দেয় ঘুমের ক্ষেত্রেও। এছাড়াও বিরূপ প্রভাব ফেলে অন্ত্রের স্বাস্থ্যের উপরেও।
অতএব সাতসকালে খালিপেটে গরম জল খেলে হাল্কা গরম জল খাওয়া উচিত। মাঝে মাঝে এই অভ্যাসে বিরতি দেওয়া জরুরি। নাহলে নানা ভাবে অবনতি হবে স্বাস্থ্যের।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন- ইচ্ছে হলেই রোজ ডাবের জল খাচ্ছেন? বিকল হতে পারে কিডনি, আর কী কী সমস্যা বাড়তে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।