নয়াদিল্লি: যেকোনও দূষণই দীর্ঘমেয়াদি ক্ষতি করে শরীরের। বিশেষ করে বায়ুদূষণ। দূষিত বায়ুর কারণে ফুসফুসে নানা জটিল রোগের সম্ভাবনা থাকে। এবার গবেষণায় সামনে এল আরও আশঙ্কার কথা। দীর্ঘদিন ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটোইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে ঝুঁকি বাড়ে রিউম্যাটোয়েড আর্থারাইটিস বা ইনফ্ল্যামাটরি বাওয়েড ডিজিজের। RMD Open নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। ইতালির একদল বিজ্ঞানী এই গবেষণা করেছেন।
যানবাহন ও শিল্পক্ষেত্রের কারণে যে পরিবেশ দূষণ হয়, তা মানবশরীরে প্রভাব ফেলে। সেই কারণে মানবদেহে অ্য়াডাপ্টিভ ইমিউনিটি (adaptive immunity) তৈরি হয় যা রোগসৃষ্টিকারী কোনও কিছুর সঙ্গে লড়াই করার শক্তি রাখে। কিন্তু কিন্তু কখনও কখনও অ্য়াডাপ্টিভ ইমিউনিটি (adaptive immunity) শরীরেই সমস্য়া তৈরি করে। শরীরবৃত্তীয় কাজে বিঘ্ন ঘটায়, শরীরে কলা (tissue) ধ্বংস করে। যা আদতে অটোইমিউন ডিজিজে (autoimmune disease) পরিণত হয়।
এটি এমন একট অবস্থা যাতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা শরীরেরই কোষ বা কলার উপর আক্রমণ করে। এই অবস্থার কারণে রিউম্যাটোয়েড আর্থারাইটিস (rheumatoid arthritis), ইনফ্ল্যামাটরি বাওয়েল ডিজিজ (inflamatory bowel disease), আলসারেটিভ কোলাইটিস (ulcerative colitis), মাল্টিপিল স্কেলেরোসিসের মতো একাধিক রোগ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
যে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। তার জন্য DeFRA বা ন্যাশনাল ইতালিয়ান ফ্র্যাকচার রিস্ক ডেটাবেস-এর তথ্যগুলি ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালের জুন থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সাড়ে তিন হাজার চিকিৎসকের দেওয়া ৮১, ৩৬৩ জনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে গবেষণা হয়েছে। ইতালির ১১০টি প্রদেশের ৬১৭টি কেন্দ্র থেকে বায়ুর মান সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে।
বায়ুতে পার্টিকুলেট ম্যাটারের (particulate matter) অর্থাৎ PM10, PM2.5-এর উপস্থিতি কতটা প্রভাব ফেলে তার খোঁজ করেছিলেন গবেষকরা।
PM10-এর ক্ষেত্রের প্রতি ঘনমিটারে ৩০ মাইক্রোগ্রাম এবং PM2.5-এর ক্ষেত্রে প্রতি ঘনমিটারে ২০ মাইক্রোগ্রাম। এই মাপকাঠি মানবশরীরে ক্ষতি করে বলে ধরে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই পরিবেশে থাকলে মারাত্মক ক্ষতি হয় মানবদেহে। গবেষকরা জানাচ্ছেন, প্রতিঘনমিটারে PM10 এর মাত্রা ১০ মাইক্রোগ্রাম করে বৃদ্ধির সঙ্গে সঙ্গে অটোইমিউন ডিজিজের ঝুঁকি ৭ শতাংশ করে বাড়ে। গবেষক দলের দাবি, যানবাহন ও শিল্পক্ষেত্রে যে ধরনের বায়ুদূষণ হয়ে থাকে তার মধ্যে দীর্ঘসময় ধরে থাকলে রিউম্যাটোয়েড আর্থারাইটিসের ঝুঁকি বাড়ে ৪০ শতাংশ, ইনফ্ল্যামাটরি বাওয়েল ডিজিজের ঝুঁকি বাড়ে ২০ শতাংশ। কানেক্টিভ টিস্যু ডিজিজের (connective tissue disease) সম্ভাবনা ১৫ শতাংশ।
যদিও গবেষক দলের দাবি, এটা একটা পর্যবেক্ষণমূলক গবেষণা। কীভাবে প্রভাব পড়ে, ঠিক কতদিন হলে অটোইমিউন ডিজিজ ধরা পড়বে, সেই তথ্যের জন্য আরও গবেষণা প্রয়োজন।
আরও পড়ুন: ইজরায়েলে মিলল করোনার নয়া প্রজাতি, কোভিড টেস্টের রিপোর্ট আসতেই উদ্বেগ