সুনীত হালদার, (হাওড়া) : উৎসবের মরসুমে করোনা সংক্রমণ রুখতে একাধিক ব্যবস্থা নিচ্ছে হাওড়া পুরসভা। এনিয়ে হাওড়া পুরসভা, জেলা স্বাস্থ্য দফতর, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি দল তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুর-প্রশাসক সুজয় চক্রবর্তী। সেই দল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করবে। পুরসভা সূত্রে খবর, পুজোর পর ১৭, ৩২, ৩৯, ৪৭ সহ মোট হাওড়ার সাতটি ওয়ার্ডে সংক্রমণ বেড়েছে। ওয়ার্ডগুলির বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। এছাড়াও পুর এলাকার বাজারগুলিতে নজরদারি বাড়ানো হবে।
আগের মত সপ্তাহে একদিন করে বাজার বন্ধ রাখা হবে বলেও জানানো হয়েছে পুরসভার তরফে। পুজোর আগে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী রাখতে পুর এলাকার বিভিন্ন থানা এলাকায় একদিন করে বাজার-দোকান বন্ধ থাকত। পুজোর সময় যে নিয়ম শিথিল করা হলেও তা ফের ফেরানো হচ্ছে বলেই খবর। পাশাপাশি যে থানা এলাকায় যেদিন বাজার-দোকান বন্ধ থাকত, সেই অনুযায়ীই বন্ধ রাখা হবে বলে খবর। পাশাপাশি পুরসভার ১৭ টি আপার প্রাইমারি হেলথ সেন্টারে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানো হবে। সঙ্গে পাশাপাশি কোভিড পজিটিভ রোগীর ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন বাজার থেকে সংক্রমণ ছড়ায়। তাই বাজারগুলিকে পুরোপুরি স্যানিটাইজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আগের মতোই সোমবার নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল, মঙ্গলবার বেলুড় ও সাঁতরাগাছি, বুধবার চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা, বৃহস্পতিবার হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘরা ও লিলুয়া এবং শনিবার ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাজার বন্ধ থাকবে। রবিবারকে বাজার বন্ধ রাখার তালিকা থেকে বাদ রাখা হয়েছে। বাজার-দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে।
ঝলকে সপ্তাহের কোন দিন বাজার বন্ধ থাকবে কোন থানা এলাকায়-
- সোমবার- নিশ্চিন্দা, শিবপুর ও সাঁকরাইল
- মঙ্গলবার-বেলুড় ও সাঁতরাগাছি
- বুধবার-চ্যাটার্জিহাট, গোলাবাড়ি ও জগাছা
- বৃহস্পতিবার- হাওড়া, দাশনগর, বালি ও ডোমজুড়
- শুক্রবার-মালিপাঁচঘরা ও লিলুয়া
- শনিবার -ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন
- রবিবার- কোথাও বাজার বন্ধ থাকবে না।
- নির্দিষ্ট দিনে বাজার-দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে।
আরও পড়ুন- উদ্বেগ বৃদ্ধি করে কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৪২, রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যু