সন্দীপ সরকার, কলকাতা: উৎসবের মরশুমে রাজ‍্যে (Dengue In Festive Season) আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি। পরিসংখ্যান জানাচ্ছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত ১১ দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের (Dengue Update In West Bengal)  সংখ্যা প্রায় ৯ হাজার। পাঁচ বছরের মধ্যে রাজ‍্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ এবারই, আরও ধরা পড়েছে এই পরিসংখ্যানে।


যা জানা গেল... 
গত ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫। গত বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ২৬৪ জন। ২০২০-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন। স্বাস্থ্য ভবনের নথি অনুযায়ী, চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে  ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায়  ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সব মিলিয়ে চিন্তা বাড়ছে ডাক্তারদের। স্বাস্থ্য়-বিশেষজ্ঞদের একাংশের ধারণা ছিল, উৎসবের মরশুমে হয়তো কিছুটা হলেও ডেঙ্গি-সংক্রমণে রাশ পড়ানো গিয়েছে। কিন্তু সেই আশা যে ভুল, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মহালয়া থেকে দশমী পর্যন্ত ডেক্রি আক্রান্তের পরিসংখ্যানে। এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তাই বিভিন্ন পুরসভাগুলিকে আরও একবার সতর্ক করছেন যে কোনও ভাবেই মশা দমনের কাজে ঢিলেমি দেওয়া যাবে না। এখন আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে বৃষ্টি হয়েছে ঠিকই। ফলে নতুন করে হয়তো জলও জমবে না। তবে আগেই জমা-জলে যে সব মশার জন্ম হয়েছে, সেই মশার উৎসস্থলগুলিকে ধ্বংস করতে হবে। এই মর্মে পুরসভা ও মিউনিসপ্যালিটিগুলিকে নির্দেশ পাঠানো হচ্ছে বলে খবর। 


মৃত্যু...
এ বছরও এই রোগে আক্রান্ত বিভিন্ন বয়সিদের মৃত্যুর খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। চলতি মাসের মাঝামাঝি সময়েই যেমন ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু ২ মাসের এক শিশুর মৃত্যু হয়। পার্ক সার্কাসের তিলজলায় ওই শিশুর মৃত্যুর ঘটনা ঘিরে তুমুল হইচই শুরু হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। ১৪ অক্টোবর মৃত্যু, ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ করা হয়। পুজোর আগে আবার ডেঙ্গি আক্রান্তর মৃত্যু হয়েছিল কলকাতায়। দমদম পুরসভা এলাকার বাসিন্দা যুবকের মৃত্যু হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । 


আরও পড়ুন:ভোটার আইডি না থাকলেও দেওয়া যাবে ভোট! তবে এই শর্ত মানতে হবে