Anemia Symptoms: অ্যানিমিয়ার (Anemia Problem) সমস্যা হয়েছে অর্থাৎ আপনি রক্তাল্পতায় ভুগছেন, এটা বুঝবেন কীভাবে। আপনার শরীরে স্বাভাবিকের তুলনায় কম পরিমাণে রক্ত রয়েছে, অ্যানিমিয়ার (Anemia Symptoms) সমস্যা হয়েছে, হিমোগ্লোবিনের মাত্রা কমেছে কিনা বোঝা যাবে বেশ কিছু লক্ষণ অর্থাৎ উপসর্গ দেখে। সেগুলি কী কী, একনজরে দেখে নিন। 


ত্বকে ফ্যাকাশে ভাব 


অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যা দেখা দিলে ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এমনি দেখেই মনে হয় যেন রক্তশূন্য হয়েছে ত্বক। কোনও জৌলুস, উজ্জ্বলভাব থাকে না। ত্বক একদম নির্জীব হয়ে পড়ে। 


শ্বাস নিতে সমস্যা 


রক্তাল্পতার সমস্যা থাকলে অল্প কাজ করে হাঁপিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিতে পারে। শ্বাস নিতে সমস্যা অনুভব করতে পারেন আপনি। মনে হবে যেন গলা চোকড অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। 


হঠাৎ বাড়তে পারে হৃদস্পন্দন 


রক্তাল্পতার সমস্যা থাকলে অর্থাৎ অ্যানিমিয়া হলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হৃদযন্ত্র। আচমকা বেড়ে যেতে পারে হৃদস্পন্দন। তাই এই জাতীয় সমস্যা দেখা দিলে, সতর্ক হোন। 


হাত-পা ঠান্ডা হওয়া, ঘেমে যাওয়া 


অ্যানিমিয়া থাকলে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেকক্ষেত্রে দেখা যায় আপনার হাত-পা ঘেমে যাচ্ছে। এই জাতীয় লক্ষণ বারংবার দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 


নিয়মিত মাথা যন্ত্রণা হওয়া 


অনেকের তীব্র মাথা যন্ত্রণার সমস্যা দেখা যায় রক্তাল্পতা হলে। খুব অল্পেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই জাতীয় সমস্যা অনেক কারণেই হতে পারে। তাই প্রায়ই মাথা ব্যথা হওয়া ভাল নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাথা ব্যথার সমস্যা হলে নিজেই ওষুধ অর্থাৎ পেনকিলার খাবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও প্রকার পেনকিলার খাওয়ার অর্থাৎ বিপদকে ডেকে আনা। 


সর্বক্ষণ ঝিমানি-ক্লান্ত ভাব, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা 


আপনি কি খুব অল্প পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন? সারাক্ষণ একটা ঝিমানি ভাব দেখা যায়? ক্লান্তি লাগে? তাহলে হতে পারে আপনি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন। সবসময় যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণেই ঝিম ধরা ভাব থাকবে তাই নয়। তবে অনেকসময়েই দেখা যায় এই উপসর্গের আসল কারণ হল রক্তাল্পতা। তাই সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি। 


মাথা ঘোরার সমস্যা, হঠাৎ চোখের সামনে অন্ধকার দেখা 


মাথা ব্যথা, ঝিমানি ভাব, ক্লান্তির পাশাপাশি অ্যানিমিয়ার সমস্যা হলে মাথা ঘোরানোর সমস্যাও দেখা যায়। আচমকাই মনে হতে পারে যেন চোখের সামনে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণের জন্য ব্ল্যাক-আউট হতে পারে। 


আপনার রক্তাল্পতার সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ আপনি অ্যানিমিয়ার শিকার কিনা তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। উল্লিখিত লক্ষণগুলি দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 


আরও পড়ুন- গরমের মরশুমেও শীতের মতোই ফাটছে ঠোঁট, কীভাবে দূর করবেন এই রুক্ষ-শুষ্ক ভাব, রইল কিছু সহজ টিপস 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।