নয়াদিল্লি: করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা পৃথিবীতে। সেই আবহেই আরও বিপাকে ব্রিটিশ-সুইডিশ টিকা প্রস্তুতকারী সংস্থা AstraZeneca. তাদের তৈরি করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আরও একটি রোগের নাম সামনে এল। বিরল এবং প্রাণঘাতী Vaccine Induced Immune Thrombocytopenia and Thrombosis (VITT) রোগের সঙ্গে AstraZeneca-র কোভিড টিকার সংযোগ মিলল এবার। VITT রক্ত জমাট বাঁধারই রোগ।   (AstraZeneca COVID Vaccine)


এমনিতে VITT  কোনও নতুন রোগ নয়। তবে এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং AstraZeneca-র তৈরি কোভিড টিকার সঙ্গে তার সংযোগ মিলল। অক্সফোর্ড এবং AstraZeneca-র তৈরি কোভিড টিকা ভারতে Covishield নামে বিক্রি হয়েছে, ইউরোপে টিকার নামকরণ হয় Vaxzevria. ২০২১ সালে অতিমারি পরিস্থিতি যখন চরমে, সেই সময় ওই টিকার বহুল ব্যবহার চোখে পড়ে। (AstraZeneca Vaccine Side Effects)


অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক স্তরের গবেষকরা মিলে সম্প্রতি যে গবেষণাপত্র প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, অ্যাডিনোভাইরাস সংক্রমণের সঙ্গে সংযোগ থাকা VITT এবং অ্যাডিনোভাইরাল ভেক্টর VITT-র PF4 অ্যান্টিবডিতে হুবহু একই আণবিক ছাপ পাওয়া গিয়েছে। ফ্লিন্ডার্সের গবেষক টম গর্ডন জানিয়েছেন, এই রোগে প্রাণঘাতী অ্যান্টিবডি উৎপাদনের যে প্রক্রিয়া, তা কার্যত অভিন্ন এবং জিনগত ভাবে একই রকম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ অ্যাডিনোভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিবডিতে যে ক্ষতিকর PF4 উপাদানের খোঁজ মিলেছে, AstraZeneca-র তৈরি কোভিড প্রতিরোধকারী টিকা নেওয়ার পর শরীরে যে অ্যান্ডিবডি তৈরি হয়, তাতেও একই উপাদানের খোঁজ মিলেছে।


আরও পড়ুন: Junk Food Health Issues: জাঙ্ক ফুডের নেশা বাড়াচ্ছে ফোনেরই নানা অ্যাপ! কারা দায়ী ?


এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে দিল্লির একটি বেসরকারি সংস্থাও AstraZenceca-র টিকা এবং VITT-র ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল। কোভিড টিকা নেওয়ার পর সাত জন VITT-তে আক্রান্ত হন বলে জানায় তারা। জটিলতা বেড়ে গিয়ে আকজন মারাও যান বলে সামনে আসে। ডেনমার্ক, ব্রিটেন, জার্মানি, কানাডা থেকেও এমন ঘটনা সামনে আসে। নয়া গবেষণাতেও ঝুঁকির কথা সামনে এল। 


গত কয়েক বছরে টিকার পার্শ্বক্রিয়া নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে AstraZeneca. সেই নিয়ে ৫০টিরও বেশি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। সেই মামলা চলাকালীনই সম্প্রতি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মেনে নেয় সংস্থা।  তাদের তৈরি টিকা থেকে বিরল Thrombotic Thrombocyropenic Syndrome (TTS) রোগ হতে পারে, যাতে রক্ত জমে, প্লেটলেট কমে গিয়ে হার্ট অ্যাটাক এবং ব্রেন হ্যামরেজের ঝুঁকি বাড়ে বলে স্বীকার করে। এর পর বাজার থেকে একেবারে গোড়ার দিকে চালু কোভিড টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় AstraZeneca. এবার VITT-র সঙ্গেও নাম জড়াল তাদের lwjf টিকার।