প্যারিস: সংক্রমিতের (infection) দেহে উপসর্গ (symptom) দেখা দিলে এক রকম। কিন্তু মাঙ্কিপক্স আক্রান্ত কারও দেহে যদি কোনও উপসর্গ ফুটে না ওঠে (asymptomatic), তা হলে? চিন্তা বাড়াতে বাড়ে বিষয়টি। অন্তত তেমনই ইঙ্গিত 'অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন' শীর্ষক জার্নালে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায়।
কী বলল গবেষণা?
প্যারিসের বিচ-ক্লঁদ বার্নার্ড হাসপাতালে গবেষণাটি চালানো হয়েছিল। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি রয়েছে কিনা দেখতে সেখানকার গবেষকরা একটি স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেন। তার জন্য পায়ুদ্বার থেকে বিশেষ নমুনা সংগ্রহ করা হয়। মোট ২১৩ জনের দেহ থেকে নমুনা নেওয়া হয়। গবেষণার জন্য এমন পুরুষদের থেকেই নমুনা নেওয়া হয়েছিল যাঁরা শুধু পুরুষদের সঙ্গেই যৌন সম্পর্ক তৈরি করেন। এসব ক্ষেত্রে যদি তাঁদের একাধিক যৌনসঙ্গী থাকে, তা হলে ফ্রান্সের নিয়ম অনুযায়ী, প্রত্যেক তিন মাস অন্তর এসটিডি-র স্ক্রিনিং করাতে হয়। এবারও সেই জন্যই নমুনা নেওয়া হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, তাঁদের মধ্যে অন্তত ১৩ জনের মাঙ্কিপক্স সংক্রমণ হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ওই ১৩ জনের মধ্যে মোটে ২ জনের দেহে পরে উপসর্গ দেখা দেয়। আর যে দলের প্রথমে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি, তাঁদের মধ্যেও তিন জন পরে আক্রান্ত হন। তবে উপসর্গ না থাকলেও কোনও সংক্রমিতের দেহ থেকে মাঙ্কিপক্সের ভাইরাস অন্য দেহে ছড়াতে পারে কিনা, সে ব্যাপারে কিছু বলেননি গবেষকরা। শুধু একটি বিষয়ে জোর দিয়েছেন। প্রতিষেধক। কারণ উপসর্গ নেই অথচ সংক্রমিত, এমন কারও সংস্পর্শে যদি কোনও ঝুঁকি থাকে তাও অনেকটা প্রতিহত করতে পাবে টিকা।
কী পরিস্থিতি বিশ্বের?
চলতি মাসের গোড়াতেই বোঝা গিয়েছিল, মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আমেরিকা, ব্রিটেন-সহ বহু দেশ। রোগের ভয়াবহতা বিচার করে আমেরিকা হালেই মাঙ্কিপক্সকে একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে । সতর্ক থাকছে ভারতও। কেরলের ত্রিশূরে এক তরুণের মৃত্যুর পর বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, ওই তরুণের দেহে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। কিন্তু সেই সংক্রমণেই মৃত্যু কিনা সেটা স্পষ্ট নয়। এমনিতে এই রোগে মৃত্যুহার কম। কিন্তু যে ভাবে তার দাপট বাড়ছে, তাতে রোগটি নিয়ে সতর্কতায় কোনও ঢিলেমি দিতে নারাজ ভারত সরকার। সতর্ক থাকছে পশ্চিমবঙ্গ সরকারও।
আরও পড়ুন:'চোর ধরো, জেলে ভরো', বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দিলীপ-সুকান্তরা