সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও চিকেন পক্স। রবিবার, ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৮ মাসের এক শিশুর। অন্যদিকে, বেলেঘাটা আইডি সূত্রে খবর, গতবছর সেখানে ১২ মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১১ জনের।
এবার, দেড় মাসেই সংখ্যাটা ১১। বেলেঘাটা আইডিতে চিকেন পক্সে সংক্রমণ ও মৃত্যু পরিসংখ্যান চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে।
- গত ৩ মাসে চিকেন পক্সে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছেন ৬০ জন।
- তার মধ্য়ে শুধুমাত্র চলতি মাসে মৃত্যু হয়েছে ৩ জনের।
- জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ৮ জনের।
- ডিসেম্বরে ৩ জন ও নভেম্বরে ১ জনের মৃত্যু হয়।
- অর্থাৎ নভেম্বর থেকে এখনও পর্যন্ত শুধু বেলেঘাটা আইডিতেই মৃত্যু হয়েছে ১৫ জনের।
চিকেনপক্সের লক্ষণ
চিকেনপক্সের প্রাথমিক লক্ষণ হল গা-ভরা ফুসকুড়ি যা চুলকানি। তরল-ভরা ফোস্কা হয় সেইগুলি। ফুসকুড়ি প্রথমে বুকে, পিঠে এবং মুখে দেখা যায় এবং তারপর মুখের ভিতরে, চোখের পাতা বা যৌনাঙ্গে ছড়িয়ে পড়তে পারে। তবে ফোস্কা ছড়িয়ে পড়ার আগে আরও বেশ কিছু লক্ষণ দেখা যেতে পারে।
জ্বর
ক্লান্তি
ক্ষুধামান্দ্য
মাথাব্যথা
কলকাতাতেও বাড়ছে চিকেন পক্সে সংক্রমণ। ২০২২-এর ১৯ নভেম্বর, চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল চেতলার বাসিন্দা আশিস পালের। আর, চলতি মাসের ৮ ফেব্রুয়ারি, মৃত্যু হয় দক্ষিণ কলকাতার হালতুর বাসিন্দা অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের (৩৭)।
জ্বর, শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার মতো উপসর্গ নিয়ে তাঁকে পয়লা ফেব্রুয়ারি ভর্তি করা হয় বেলেঘাটা আইডিতে।
ভর্তির পরদিনই তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করতে হয়। পরে ভেন্টিলেশন থেকে আর ফেরানো যায়নি।
বেলেঘাটা আইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের বেশিরভাগেরই বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্য়ে।
ইতিমধ্য়েই স্বাস্থ্যভবনে কয়েক দফা বৈঠক হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত যাঁরা মারা গেছেন তাঁরা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, ডায়বেটিস, হেপাটাইটিস বি-সহ নানা কোমর্বিডিটিতে আক্রান্ত ছিলেন। অন্যদিকে বিসি রায় শিশু হাসপাতালে ৮ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় জানা গেছে, ৫ দিন আগে তপসিয়ার বাসিন্দা ওই শিশুকে ভর্তি করা হয়। সেদিনই তাকে ICU-তে স্থানান্তর করতে হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার।
সম্প্রতি, রাজ্যে হাম-রুবেলার টিকাকরণ শুরু হয়েছে। তাতে দেখা হামে, কলকাতায় পুরসভা এলাকায় টিকাকরণ ৮০ শতাংশের নিচে। এই তালিকায় রয়েছে হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, উত্তর ২৪ পরগনার কয়েকটি পুরসভা এলাকা। সেখানে আরও ৭দিন হাম-রুবেলার টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।