নয়াদিল্লি : ১ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের (corona vaccine ) জন্য নাম নথিভুক্ত করা যাবে।
- কো-উইন অ্যাপের মাধ্যমে করা যাবে নাম নথিভুক্তিকরণ। তার জন্য আধার কার্ড না থাকলেও চলবে।
- স্কুলের পরিচয়পত্র দিয়েও করোনার টিকা নেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ১৫-১৮ বছর বয়সীরা।
- এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীরা ভ্যাকসিন নিতে পারবে।
কীভাবে রেজিস্টার করবেন : - প্রথমে Aarogya Setu অ্যাপ বা Cowin.gov.in ওয়েবসাইট খুলুন
- এরপর সাইন-ইন/রেজিস্টার বিকল্পে আপনার মোবাইল নম্বর লিখুন।
- Get OTP (One Time Password) অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং যাচাই বাটনে ক্লিক করুন।
- আরোগ্য সেতু অ্যাপের ক্ষেত্রে, CoWin ট্যাবে যান এবং টিকাকরণ ট্যাবে ক্লিক করুন।
- তারপর proceed এ ক্লিক করুন।
- এর পরে, আপনার স্ক্রিনে একটি পৃষ্ঠা খুলে যাবে।
- আপনাকে ফটো আইডি টাইপ, নম্বর এবং আপনার পুরো নাম লিখতে হবে। (এখানে আপনি 10 তম আইডি কার্ড নির্বাচন করতে পারেন)।
- এছাড়াও, ব্যক্তির লিঙ্গ এবং বয়স লিখুন যোগ করুন। তারপরে সিস্টেমটি জিজ্ঞাসা করবে "আপনার কি কোন কমরবিডিটিস আছে (প্রাক-বিদ্যমান চিকিৎসা শর্ত)"।
- সেই অনুযায়ী 'হ্যাঁ' বা 'না' এ ক্লিক করুন। একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে, আপনার মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একটি মোবাইল নম্বর থেকে চারজন নিবন্ধন করা যাবে।
২০২২ সালের ৩ জানুয়ারি থেকে, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার ভ্যাসকিন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বের পাশাপাশি ভারতেও ওমিক্রন নিয়ে উদ্বেগ যখন ক্রমশ বাড়ছে, তখন বড়দিনে এসেছে স্বস্তির খবর।
যাকে স্বাগত জানিয়েছেন চিকিত্সকরা।
১২ থেকে ১৮ বছর বয়সীদের জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে Drugs Controller General of India। তার আগেই অবশ্য ১২ বছর ঊর্ধ্বদের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য, জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।
আরও পড়ুন:
শিশুদের মধ্যে কোভ্যাক্সিন কেমন কাজ করবে? কী বলছেন চিকিৎসকরা?
তবে বর্তমান করোনার ভ্যাকসিনের থেকে এটি দেওয়ার পদ্ধতি কিছুটা আলাদা। সূত্রের খবর,
- এটি নিডল লেস, অর্থাত্ এই ভ্যাকসিন দিতে সূঁচের কোনও ব্যবহার হবে না।
- জেট অ্যাপ্লিকেটরের সাহায্যে চামড়া ভেদ করে তা ঢুকিয়ে দেওয়া হবে শরীরে।
- ২৮ দিনের ব্যবধানে মোট তিনটি ভ্যাকসিনের ডোজ নিতে হবে।
- এক একটি ডোজে 0.1 ml করে দুই হাতে এই ভ্যাকসিন দেওয়া হবে।
এর আগে জাতীয় সেরো সার্ভেতে দেখা গিয়েছিল, ১৮ বছরের নীচে যাঁদের বয়স, তাঁদের একটা বড় অংশের শরীরেই করোনার অ্যান্টিবডি মিলেছে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই মত চিকিত্সকদের।