নয়াদিল্লি : এবার মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে ওমিক্রন আক্রান্তের হদিশ। এই নিয়ে দেশের ১৯টি রাজ্যে ছড়াল সংক্রমণ। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ র পথে। শেষ পাওয়া খবর অনুসারে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮ হয়েছে। ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও । এই পরিস্থিতিতে দিল্লিতে আজ থেকে ফের রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।
কেরলে COVID-19-এর ওমিক্রন ভ্যারিয়েন্টে আরও ১৯ জন আক্রান্ত হয়েছে।সে রাজ্যে ওমিক্রনে আক্রান্ত মোট সংক্রমণের সংখ্যা ৫৭ - য় পৌঁছেছে, সে রাজ্যের স্বাস্থ্য বিভাগ রবিবার জানায়।
আরও পড়ুন :
শিশুদের মধ্যে কোভ্যাক্সিন কেমন কাজ করবে? কী বলছেন চিকিৎসকরা
১৯ টি কেসের মধ্যে মধ্যে ১১টি এর্নাকুলামে, ৬ টি তিরুঅনন্তপুরমে , ১টি ত্রিশুর এবং কান্নুরে ধরা পড়েছে। ১৯ জনের মধ্যে, ৪ জন যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে, দুটি কাতার এবং আয়ারল্যান্ড থেকে এবং স্পেন, কানাডা, নেদারল্যান্ডস এবং ঘানা থেকে একজন করে এসেছেন, স্বাস্থ্য বিভাগের একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।। বাকি তিনজন যোগাযোগের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সিডনির বাসিন্দা ৮০ বছরের ওউ রোগীর করোনার দুটি টিকা নেওয়া ছিল বলে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফ। তাঁদের পরিবারের দুই সদস্যও আক্রান্ত, জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।