নয়াদিল্লি : করোনা (Covid-19 infection) পরবর্তীতে নানা রকম সমস্যার কথা উঠে আসছে প্রথম ঢেউয়ের সময় থেকে। আর সেই তালিকাটা ক্রমে লম্বা হয়েই চলেছে। করোনা থেকে সেরে উঠে সঙ্গে সঙ্গে উপসর্গ দেখা না দিলেও, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার অনেকদিন পরও নতুন করে নানারকম উপসর্গ দেখা দিচ্ছে। যেমন - কোভিড পরবর্তীকালে ব্লাড সুগার লেভেলে ( high blood sugar level) বৃদ্ধির সমস্যা রীতিমতো ভাবাচ্ছে। নতুন একটি গবেষণা বলছে, করোনা থেকে সেরে ওঠার পর নতুন করে ব্লাড সুগারের সমস্যা যেমন দেখা দিচ্ছে, তেমন যাঁরা ইতিমধ্যেই মধুমেহর রোগী তাঁদের অবস্থার অবনতি ঘটছে। 
প্রথম ঢেউয়ের সময় থেকেই দেখা গেছে কোভিডে আক্রান্ত হওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। Hyperglycemia দেখা দেয়। চিকিৎসকরা বিভিন্ন মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন, এমন বহু রোগী আছেন, যাঁদের কস্মিন কালেও ডায়াবেটিস ছিল না, কিন্তু কোভিডের পর hyperglycemia অর্থাৎ হাই ব্লাড প্রেসারের লক্ষণ দেখা দিয়েছে। 
journal Cell Metabolism - এর একটি স্টাডিতে দাবি, মারণ ভাইরাস, ফ্যাট সেল থেকে adiponectin হরমোন নিঃসরণ ব্যাহত করে। এই হরমোন আসলে ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে ডায়াবেটিস রুখতে সাহায্য করে । এই স্টাডিতে ৩৮৫৪ জন মানুষের উপর পরীক্ষা চালানো হয়। এঁরা প্রত্যেকেই কোভিডের প্রথম ঢেউতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দেখা গেছে, এঁদের মধ্যে প্রায় ৫০ শতাংশ রোগীরই পরে hyperglycemia হয়। বা পরবর্তীতে হাই ব্লাড প্রেসার ধরা পড়ে। 
যাঁদের ব্লাড সুগার লেভেল একেবারে নর্ম্যাল, তাঁদের থেকে  hyperglycemia রোগীদের ফুসফুসের বাড়বাড়ি রকম সমস্যা ((acute respiratory distress syndrome, or ARDS)) হওয়ার সম্ভাবনা প্রায় ৯ গুণ বেশি। এঁদের ক্ষেত্রে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখার সম্ভাবনা ১৫ গুণ বেশি ! মৃত্যুর সম্ভাবনাও বেশি। 
করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ নিয়ে প্রমাদ গুণছে গোটা দেশ। এবার করোনা কি আরও কোনও নতুন উপসর্গ নিয়ে আসবে ? নতুন কোনও পোস্ট কোভিড সিম্পটম নিয়ে হাজির হবে না তো তৃতীয় ঢেউ ? এই আশঙ্কা এখন সকলের মনে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেসে করোনায় মৃত্যু হয়েছে ১৮০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৯৯।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৯৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৩৪ হাজার ৭০২।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৬৪ হাজার ৪৫৮।