নয়াদিল্লি: দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি, হু হু করে সংক্রমণ বাড়ছে ইউরোপেও। কিন্তু এদিকে দেশে করোনা গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত। রবিবার সংখ্যাটা ছিল ১ হাজার ৭৬১।  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭। তবুও এই পরিস্থিতিতে চতুর্থ ওয়েভ নিয়ে যথেষ্ট সতর্ক ভারত সরকার। 


সোমবার সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন অংশে সংক্রমণের বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভ্রমণের সময় অসুবিধার বিষয়টি সহজ করার জন্য সরকার ১৮ বছরের বেশি বয়সী সকলের জন্য কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। বর্তমানে, স্বাস্থ্য পরিষেবা এবং ফ্রন্টলাইন ওায়ার্কাররা বুস্টার ডোজ পাচ্ছেন। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সীদের সতর্কতামূলক ডোজ ( precaution dose) দেওয়া হচ্ছে।


এখন ৬0 বছরের বেশি বয়সী সকলেই কোভিড ভ্যাকসিনের সতর্কতা ডোজ নিতে পারছে। আগে ষাটোর্ধ্ব কমরবিডিটি  থাকা মানুষরাই বুস্টার ডোজ নিতে পারছে। "বিশ্বের বিভিন্ন অংশে সংক্রমণের বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভ্রমণের সময় যে অসুবিধার সম্মুখীন হতে হয় তার পরিপ্রেক্ষিতে সরকার ১৮ বছরের বেশি বয়সী সকলকে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে।" একটি সূত্র খবর।


সম্প্রতি, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, করোনা পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে জোর দিতে হবে। ভাইরাসের নতুন চরিত্র বুঝতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা সংগ্রহ বৃদ্ধি ও পরীক্ষার সংখ্যাও বাড়াতে হবে। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ দেওয়াও যদি বাড়ানো হয়, তাহলে কিছুটা স্বস্তি বইকি।