সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC)একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করেছে যে ডেল্টা ভাইরাস অনেক বেশি সংক্রামক ছিলই। তবে এবার সেই চরিত্রে আরও সংক্রামক রূপ দেখা দিচ্ছে। ক্রমশ চিকেন পক্সের চরিত্র ধারণ করছে এই ভাইরাস। এটি ইবোলা, সাধারণ সর্দি, সিজন বদলের ফ্লু, MERS, SARS-এর চেয়ে বেশি সংক্রমণযোগ্য, এমনটাই বলা হয়েছে।
সিডিসির এই নথি বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিডিসির ডিরেক্টর ডঃ রোশেল পি ওয়ালেন্সকি জানান,টিকাপ্রাপ্তদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় অতি নগণ্য। টিকা নেওয়া না থাকলে অন্যান্য পরিচিত ভেরিয়েন্টের চেয়ে আরও মারাত্মক উপসর্গ হতে পারে।
সিডিসি ডেল্টা ভেরিয়েন্টের নতুন তথ্যাবলী নিয়ে বেশ চিন্তিত। এখনই পদক্ষেপ প্রয়োজন রয়েছে বলে জানান হয়। রিপোর্টে এও বলা হয় এবার রণনীতি পরিবর্তন করতে হবে, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৭১ হাজার নতুন করোনা সংক্রমণের হদিশ মিলেছে, এর মধ্যে রয়েছে টিকাপ্রাপকরাও।
বেশি সংখ্যক টিকাপ্রাপ্ত সংক্রমণ ছড়াচ্ছেন এমনটাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সংক্রমণ বাড়ছে এমন এলাকায় ঘরের ভিতরেও মাস্ক পরা প্রয়োজন। টিকাপ্রাপ্ত ব্যক্তিদের নাক ও মুখের মাধ্যমে একজন টিকা না নেওয়া ব্যক্তির সমপরিমাণ ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে, একথা প্রকাশ্যে আসতেই আরও বেশি করে সাবধানতা অবলম্বনের কথা জানিয়েছে সিডিসি।
ভারতে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। আগের দিন সংক্রমিত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। তার আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪। পাশাপাশি সক্রিয় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন।