নয়াদিল্লি: যমুনার (Yamuna Flood) বন্যায় কয়েক সপ্তাহ আগেই তুমুল দুর্ভোগ সহ্য করতে হয়েছিল। এবার শিয়রে নতুন বিপদ দিল্লিবাসীর (Delhi)। নাম? ডেঙ্গি (Dengue)। প্রশাসনের পরিসংখ্য়ান, গত ২২ জুলাই পর্যন্ত রাজধানী শহরে ১৮৭ জন সংক্রমিতের খোঁজ মিলেছে যা কিনা ২০১৮ সালের পর সর্বোচ্চ। ডেঙ্গির দাপট যে সরকারি কর্তাব্যক্তিদের মাথায় চিন্তার ভাঁজ বাড়াচ্ছে, তা স্পষ্ট রবিবারের পর। এদিন আম আদমি পার্টি নেতা (AAP) ও স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, ভেক্টরবাহিত এই রোগের বাড়বাড়ন্ত আটকাতে স্কুলে স্কুলে সচেতনতা ক্যাম্পেন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।নাগরিকরাও যাতে সতর্ক হন, সে ব্যাপারে প্রচার চালাতে হবে তাঁদের মধ্যেও, জানিয়েছেন দিল্লির স্বাস্থ্য়মন্ত্রী।


আর কী প্রস্তুতি?
সৌরভ ভরদ্বাজের কথায়, 'সংক্রমিতদের জন্য দিল্লির হাসপাতালগুলি তৈরি করা হচ্ছে। এই নিয়ে আজ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গেও আমার কথা হয়েছে।'  দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তথ্য বলছে, জুলাইয়ের প্রথম তিন সপ্তাহে, আক্রান্তের সংখ্যা থমকে ছিল ৬৫-তে। শুধু তাই নয়। একই মেয়াদে, ম্যালেরিয়ার ৬১টি ঘটনাও সামনে এসেছে বলে খবর। আপাতত ২০টি ডেঙ্গ-পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ১৯টির মধ্যেই স্ট্রেন টাইপ-২ পাওয়া যায়। দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর মতে, এটি বিপজ্জনক স্ট্রেন যাতে আক্রান্তের নানা ঝুঁকি থেকে যায়। তবে সৌরভ মনে করেন, এখনও পর্যন্ত যে একটি স্ট্রেনই দাপট দেখাচ্ছে, তা কিছুটা হলেও ইতিবাচক বিষয়। পরিস্থিতি মোকাবিলার জন্য মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরির অপরাধে জরিমানা বাড়িয়েছে দিল্লি প্রশাসন। সাধারণ গৃহস্থদের ক্ষেত্রে এই জরিমানা ১০০০ টাকা। বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। তা ছাড়া বিনামূল্যে মহল্লা ক্লিনিক ও ডিসপেনসারিতে ডেঙ্গির পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। 


দাপট বাংলায়...
এদিকে পশ্চিমবঙ্গেও দাপট দেখাচ্ছে ভেক্টরবাহিত এই রোগ। চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। সরকারি সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই, এই ৭ দিনেই শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০ জন। কলকাতা লাগোয়া লবণ-হ্রদের হাওয়া-বাতাসেও ডেঙ্গির বাড়বাড়ন্তের ইঙ্গিত। পরিসংখ্যান অনুযায়ী, ১৯ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিধাননগর পুরসভা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১৯ জন।


 


আরও পড়ুন:বর্ষায় আবারও ডেঙ্গির প্রকোপ, এক শয্যায় দুই রোগী, ভিড় বাড়ছে জেলার হাসপাতালগুলিতেও