কলকাতা : করোনা চিকিৎসা ন্যাজাল স্প্রে-র ব্যবহার নিয়ে চর্চা চলছিল। এবার সেই স্প্রে  বাজারে আনার কথা ঘোষণা করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Glenmark Pharmaceuticals Ltd) ।  কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল সংস্থাটি  nitric oxide nasal spray লঞ্চের কথা ঘওষণা করল বুধবার। স্প্রে-টির নাম ফ্যাবিস্প্রে ( FabiSpray )। 

 FabiSpray কোভিড আক্রান্ত (Covid-19) প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে । যাঁদের বাড়াবাড়ির ঝুঁকি রয়েছে, তাঁদের জন্যই এই স্প্রে, জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা। যাঁদের টিকাকরণ হয়নি তাঁরা এই স্প্রে নিতে পারবেন।  মধ্য ও বয়স্ক রোগী , যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তারা এই স্প্রে ব্যবহার করতে পারবে।


 ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) থেকে FabiSpray-এর জন্য উত্পাদন ও বিপণনের অনুমোদন ( manufacturing and marketing approval for FabiSpray ) গ্লেনমার্ক পেয়েছিল। গ্লেনমার্কের চিফ কমার্শিয়াল অফিসার রবার্ট ক্রোকার্ট (Robert Crockart, chief commercial officer at Glenmark) জানান, ভারতের করোনা-যুদ্ধে গ্লেনমার্কের এই সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কোভিড আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় কাজে লাগবে ফ্যাবি স্প্রে। এই স্প্রে ব্যবহার করলে তা ভাইরাসের ফুসফুসে প্রবেশ করা এবং ছড়িয়ে পড়া রুখে দিতে সক্ষম। 


ভারতে স্প্রেটির তৃতীয় ধাপের ট্রায়ালে দেখা গিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ৯৪ শতাংশ এবং ৪৮ ঘন্টার মধ্যে ৯৯ শতাংশ  ভাইরাল লোড হ্রাস করতে সক্ষম এই স্প্রে ৷ দেখা গিয়েছে, এই স্প্রে নিরাপদ ও সুরক্ষিত। 

ভারতে করোনা আপডেট : 







দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো পার। বাড়ল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৮৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার  ৩৬৫ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের।