Holi 2024: রঙে ভয়, দোল খেলায় আতঙ্ক, কেন এমন হয়? জোর করে কাউকে রং মাখানোর ফলই বা কী হতে পারে?

ছবি সূত্র- পিক্সেলস
Colour Phobia: দোলের দিন অনেকেই রং মাখতে চান না। আর কিছু মানুষ জোর করে রং লাগিয়ে দেওয়ার দলে থাকেন। অন্যের ইচ্ছেকে সম্মান না করে জোর করা কি আদৌ উচিত? কারও রঙে ভয় কেন থাকতে পারে?
'খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়'...
হ্যাঁ নিশ্চয় হয়। আপনার উল্টো দিকের মানুষটি যদি না চান তাহলে তাঁর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে তাঁকে রং মাখানোর চেষ্টা না করাই ভাল। আপনার কাছে যেটা নিছক মজা
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে