নয়াদিল্লি : করোনার তৃতীয় ঢেউ আতঙ্কে মানুষ। সংক্রমণে কিছুটা রাশ টানা গেলেও, উৎসবের মরশুমে লাগামছাড়া হলে বাঁধ ভাঙতে পারে করোনা সংক্রমণও। সম্প্রতি সতর্ক করেছে আইসিএমআর ( ICMR). সংস্থার তরফ থেকে বলা হয়েছে, সাবধান না হলে সুপারস্প্রেডার হতে পারে দুর্গাপুজো। 
এবার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই নতুন পরিষেবা আনল আইসিএমআর।  এবার করোনা পরীক্ষার রিপোর্ট সাথে সাথে দেখে নেওয়া যাবে report.icmr.org.in  লিঙ্কে ক্লিক করেই।


RTPCR পরীক্ষা করানোর সময় যে ফোন নম্বর ফর্মে লিখছেন, সেই নম্বর ব্যবহার করেই এই লিঙ্ক থেকে কোভিড টেস্টের ফল জানতে পারা যাবে। বাড়ি বসেই যে কেউ জানতে পারবেন কোভিড পরীক্ষার ফল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এসএমএসের অপেক্ষা করতে হবে না। 
ইতিমধ্যেই পুজোর মরশুমে ট্যুরিজম নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আইসিএমআর। 






কেন্দ্রীয় সংস্থার তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, রিভেঞ্জ ট্যুরিজম বা প্রতিশোধমূলক পর্যটন থেকেই ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় তরঙ্গ। কী এই রিভেঞ্জ ট্যুরিজম? 



বহুদিন ঘরবন্দি হয়ে বসে আছি। এখন সংক্রমণ কম। অতএব এবার পুজোয় বেরোতেই হবে। এই মানসিকতাকেই রিভেঞ্জ ট্যুরিজম আখ্যা দিয়েছে ICMR।  সম্প্রতি জার্নাল অফ ট্রাভেল মেডিসিনে তাদের একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে। 
ওই রিপোর্টে তথ্য তুলে ধরে দেখানো হয়েছে, পর্যটকদের ভিড়ের কারণে কীভাবে সম্প্রতি হিমাচলের মানালি থেকে এরাজ্যের দার্জিলিং এবং প্রতিবেশী অসমে কোভিড সংক্রণ বেড়েছিল। ২৯ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে করা রাজ্য সরকারের সেন্টিনেল সার্ভেল্যান্স অনুযায়ী, ৪ জেলায় করোনা সংক্রমণের হার ৩ থেকে ৪ শতাংশ বেশি। এই চার জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের কোভিড গ্রাফ। 


ইতিমধ্যেই দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৪ লক্ষ ছাড়িয়েছে। তবে কমেছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৫৭ জন।  একদিনে মৃত্যু হয়েছে ২৭১ জনের।