টরন্টো : করোনা অতিমারীর (Covid) বিষের প্রদাহ শেষের আগেই আরও এক অজানা রোগের প্রাদুর্ভাব (Mystery illness outbreak)! কানাডার ব্রুনসউইকে মস্তিষ্কে অজানা এক রোগে আক্রান্ত (Falling ill to a unknown brain diesease) হচ্ছেন অনেকে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০। আর আতঙ্কের রেশ বাড়িয়ে যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলেও সেখানকার স্থানীয় সূত্রে দাবি। মৃতদের বয়স ১৮ থেকে ৮৫-র মধ্যে। পাশাপাশি তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অজানা রোগে আক্রান্ত ও মৃতদের মস্তিষ্কে ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। যার জেরেই ছড়িয়েছে তীব্র আশঙ্কা। তবে কি, নতুন রোগে সরাসরি প্রবলভাবে মস্তিষ্কে প্রভাব পড়ছে? যদিও এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য সামনে উঠে আসেনি। একসঙ্গে অনেকে আক্রান্ত হওয়ায় যেমন একদিকে ছড়িয়েছে আতঙ্ক, তেমনই অপরদিকে কানাডার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজ। পাশাপাশি শুরু হয়ে গিয়েছে রোগের উৎস খোঁজার কাজও।


স্থানীয় সূত্রে খবর, বাড়তি মানসিক অস্থিরতা, ক্লান্তি, দিবাস্বপ্ন, মাথায় তীব্র যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা যাচ্ছে ব্রুনসউইকের একাধিক বাসিন্দার মধ্যে। একসঙ্গে এভাবে কীকরে এতজনের একই রকম সমস্যা দেখা যাচ্ছে, সেই থেকেই বাড়ে চিন্তা। তারপর আক্রান্ত ও মৃতের সংখ্যা উত্তোরোত্তর বেড়ে যাওয়ায় ছড়ায় আতঙ্কও। স্থানীয় লোকজনের দাবি, এই সমস্যায় আক্রান্তরা ভুগছেন স্মৃতিভ্রংশের সমস্যাতেও। কোনও কিছুই ভালভাবে মনে রাখতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকেই পাবলিক হেলথ এজেন্সি অফ কানাডার (পিএইচএসি) পক্ষ থেকে বড় অংশের এক বাসিন্দাদের মস্তিষ্কের সমস্যায় ভোগার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এভাবে একসঙ্গে অনেকে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বাড়তি তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলেও।


আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে এক মাসে ৯ শিশুর মৃত্যু


আরও পড়ুন- মালদায় বাড়ছে শিশুমৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে সঙ্কটজনক অবস্থায় একাধিক


আরও পড়ুন- উত্তরবঙ্গ মেডিক্যালে ধারাবাহিক শিশুমৃত্যু, মুখ্যমন্ত্রীকে চিঠি দার্জিলিং জেলা কংগ্রেসের