জেনেভা: আবারও সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization)। মঙ্গলবার হু সতর্ক করল, ভয়ঙ্কর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron). সেই সঙ্গে ওমিক্রনের দাপট থেকে বাঁচতে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার ( Pfizer ) দাবি করেছে তাদের তৈরি পিল ওমিক্রনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবে।
ইউরোপে নতুন করে বড় আঘাত হেনেছে করোনা-ঢেউ। ডাচ প্রাথমিক বিদ্যালয়গুলি ( Dutch primary schools ) তাড়াতাড়িই বন্ধ করে দেওয়া হবে । ইতিমধ্যেই করোনার নতুন ঢেউতে নাটাঝাপটা খাচ্ছে ইউরোপ। বেড়ে গিয়েছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। প্রধানমন্ত্রী বরিস জনসন ( British Prime Minister Boris Johnson ) ইতিমধ্যেই ফের করোনা বিধি নিষেধ শুরু করার কথা পার্লামেন্টে বলেছেন। সোমবার বরিস জনসন জানিয়েছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের মধ্যে অন্তত একজনের মৃত্য হয়েছে, যিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন :
উদ্বেগ বাড়ছেই, মহারাষ্ট্রে আরও ওমিক্রন আক্রান্তের হদিশ, মুম্বইতেই ৭
দিন যত যাচ্ছে, ওমিক্রন ঘিরে রানির দেশে উদ্বেগও ক্রমশই বাড়ছে। প্রতি দু থেকে তিন দিনের মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে সেখানে। লন্ডনে করোনা আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত।
এই পরিস্থিতিতে, বর্ষবরণের উত্সবের প্রাক্কালে, করোনাবিধি নিয়ে কড়াকড়ি ফিরেছে টেমসের পাড়ে। মাস্ক পরা থেকে ভ্যাকসিনেশন, এমনকি বুস্টার ডোজ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী।
বিশ্বে ক্রমবর্ধমান ওমিক্রন উদ্বেগের মধ্যেই আশার আলো দেখাল ফাইজার। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিতে পারে তাদের তৈরি অ্যান্টি কোভিড পিল। সম্প্রতি মোট ২ হাজার ২৫০ জন পূর্ণবয়স্কের উপর এই ওষুধটি গবেষণামূলক প্রয়োগ করে সদর্থক ফল মিলেছে বলে সংস্থা সূত্রে খবর। ফাইজারের দাবি, তাদের তৈরি ওষুধটি প্রয়োগ করে ৮৯ শতাংশ কোভিড রোগীকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচানো গেছে। পৃথক পৃথক ল্যাবরেটরিতে চালানো গবেষণায় দেখা গেছে, ওমিক্রনকে আটকাতেও কার্যকর ভূমিকা নিয়েছে কোভিড বিরোধী এই ওষুধটি, দাবি ওষুধ প্রস্তুতকারী সংস্থাটির।