নয়াদিল্লি : দেশে করোনায় (Coronavirus) কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৭৬৫।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে, ৩৯১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৭।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ১১৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার ৭৫৭। 

এরই মধ্যে ক্রমেই বাড়ছে দেশে ওমিক্রন (Omicron) ছড়িয়ে পড়ার আশঙ্কা। জানা গিয়েছে, কোভিড -১৯ (Covid 19) 'ওমিক্রন' ভ্যারিয়েন্টে সংক্রমিত সন্দেহে ১২ জনের মতো রোগীকে এখনও পর্যন্ত দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


সূত্রের খবর, ৮ জন ওমিক্রন সন্দেহভাজনকে গতকাল এলএনজেপি (LNJP) হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার। "আজ চারজন সন্দেহভাজনকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে দুজনের কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ। বাকি দুজনের পরীক্ষার ফলাফল এখনও আসেনি" জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন :


ওমিক্রন ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ কেন? কেন সকলে ভয় পাচ্ছেন?


অন্যদিকে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) শুক্রবার জানিয়েছে, ৯ জন আন্তর্জাতিক পর্যটকের শরীরে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। তাঁরা ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। এর মধ্যে একজন এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। 


বেঙ্গালুরুতে ২ জন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও ৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ। রাজস্থানেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকাতেই।  রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ।  এঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।  এরইমধ্যে ভারতসহ বিশ্বের ৩১টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের।