বেঙ্গালুরু : ২ জন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ। রাজস্থানেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকাতেই। রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ। এঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
করোনা ভাইরাসের নতুন প্রজাতি, ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছিলই! এবার উদ্বেগ আরও বাড়িয়ে ভারতে ঢুকে পড়ল ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ ওমিক্রন! কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত দু’জনের হদিশ মিলেছে! আক্রান্ত দু’জনের মধ্যে একজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। আরেকজন কর্ণাটকেরই বাসিন্দা।
আরও পড়ুন :
করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছিলেন, তাহলে কি থাবা বসাতে পারে ওমিক্রন? গবেষণা কী বলল পড়ুন
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি ২০ নভেম্বর বেঙ্গালুরুতে আসেন। তিনি করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রাখা হয়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, ২৭ নভেম্বর তিনি ভারত ছেড়ে দুবাইতে চলে যান! তাঁর প্রতক্ষ সংস্পর্শে এসেছিলেন ২৪ জন এবং পরোক্ষ সম্পর্কে ২৪০ জন। এছাড়াও কর্ণাটকে আরও একজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৪৬ বছর বয়সী ওই স্থানীয় ব্যক্তির কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। তাহলে তিনি কি করে ওমিক্রন আক্রান্ত হলেন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বে প্রথম ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। এরইমধ্যে ভারতসহ বিশ্বের ৩১টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের। বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে। সূত্রের খবর, ১৬ নভেম্বর, দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এ সংক্রমিতের সংখ্যা ছিল ৩০০-র কাছাকাছি, ২৫ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০-তে। এর থেকেই বোঝা যাচ্ছে, করোনার নতুন এই প্রজাতি কতটা সংক্রমক। ভয় রয়েছে আরও একটি বিষয় নিয়ে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অনেক সময় RT-PCR টেস্টেও ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট ধরা পড়ছে না।