নভেম্বরের শেষ সপ্তাহে  বিশ্বে প্রথম ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। তারপর থেকে এখনও পর্যন্ত ২৯ দেশে ৩৭৩ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। জানুন এই ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।



  • আমরা জানি না ওমিক্রনের উৎস কোথায়। দক্ষিণ আফ্রিকার মহামারী বিশেষজ্ঞ সেলিম আবদুল করিম বলেছেন যে  প্রথমে বোতসোয়ানায় এবং তারপরে দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্টের হদিশ মেলে। ২৫ নভেম্বর ওমিক্রনের কথা প্রকাশ্যে আনে দক্ষিণ আফ্রিকা।

  • মঙ্গলবার ডাচ প্রশাসন ঘোষণা করে,  তার ছয় দিন আগে ১৯ নভেম্বর একজন ব্যক্তি করোনা পজিটিভ হন, যার কারণ ওমিক্রন ভ্যারিয়েন্ট।  যাইহোক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, "প্রথম নিশ্চিত ওমিক্রনের কেসটি নভেম্বর ২০২১-এ সংগৃহীত। "। কোথা থেকে তা উল্লেখ করেনি হু। 

  • Omicron কে  ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ ? দক্ষিণ আফ্রিকার ঘোষণার পরের দিন ডব্লিউএইচও পূর্ববর্তী সংস্করণগুলির মতো এটির নামও গ্রীক অক্ষর অনুসারে রাখে। এটিকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বলে ঘোষণা করে।


  • ওমিক্রন নিয়ে বিজ্ঞানীরা যে কারণে সবচেয়ে বেশি উদ্বিগ্ন তা হল, ওমিক্রন অত্যন্ত দ্রুত এবং সহজে ছড়াতে পারে এবং মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে এড়াতে পারে।




  • যার ফলে ওমিক্রনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আবিষ্কৃত ভ্যাকসিনগুলি কতটা কার্যকরী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।




  • প্রাথমিক তথ্য প্রমাণে আরও দেখা গিয়েছে, যে ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে। 




  • অস্ট্রেলিয়া ও হংকংয়ে এমন ব্যাক্তিও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, যাঁদের দু’টি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে।




  • তবে বিশেষজ্ঞরা এও বলছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলে নিঃসন্দেহে তা একটা বর্মের কাজ করবে। তবে তা কতটা কার্যকর, তা বুঝতে আরও সময় লাগবে। 




  •   বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে।




  • সূত্রের খবর, ১৬ নভেম্বর, দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এ সংক্রমিতের সংখ্যা ছিল ৩০০-র কাছাকাছি, ২৫ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০-তে। 




  • এর থেকেই বোঝা যাচ্ছে, করোনার নতুন এই প্রজাতি কতটা সংক্রমক।  ভয় রয়েছে আরও একটি বিষয় নিয়ে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অনেক সময় RT-PCR টেস্টেও ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট ধরা পড়ছে না। 




  • আরও পড়ুন :


    করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছিলেন, তাহলে কি থাবা বসাতে পারে ওমিক্রন? গবেষণা কী বলল পড়ুন