নয়াদিল্লি: ফের বেশ কিছুটা বাড়ল ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৮ জন জন। যা আগের দুদিনের চেয়ে বেশি। তার আগের দিন ভারতে নতুন কোভিড (Covid) সংক্রমণ ছিল হাজারের নীচে। নতুন বুলেটিনে দেখা গেল ফের হাজারের উপর উঠেছে দৈনিক সংক্রমণ। 


বাড়ছে সুস্থতার হার: 
শেষ বুলেটিন অনুযায়ী ভারতে এখন অ্যাক্টিভ কোভিড (Active Covid Case) কেস রয়েছে  ১০৮৭০। এখন ভারতে দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ০.২৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৮১ জন। এখন ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ। বুধবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 


টিকাকরণে গতি:
কোভিডের গতি স্লথ হলেও টিকাকরণে (Covid vaccination) কোনও ঢিলেমি হচ্ছে না। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৯০ কোটির কাছাকাছি কোভিড টিকা দেওয়া হয়েছে। মার্চ থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী নাবালকদের জন্য়ও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি। ১৮ বছরের বেশি যাঁদের বয়স, করোনাভাইরাস সংক্রমণ (Coronavirus) প্রতিরোধের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বুস্টার ডোজ নেওয়ার জন্য ফের টিকাকরণ কেন্দ্রে হাজির হচ্ছেন তাঁরা। তবে এর আগে সরকারের পক্ষ থেকে করোনার টিকার দু’টি ডোজ বিনামূল্যে দেওয়া হলেও, এবার এখনও সেরকম কোনও ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রক এবার জানিয়ে দিয়েছে, আপাতত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে না। বেসরকারি কেন্দ্রে মিলবে বুস্টার ডোজ। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন - দুটি বুস্টার ডোজই মিলবে ২২৫ টাকা করে। ভারতের বিপুল বাজারের দিকে তাকিয়ে, বুস্টার ডোজ (Booster Dose) কর্মসূচি শুরুর ঠিক আগের দিন ভ্যাকসিনের দাম এক ধাক্কায় কমানোর কথা ঘোষণা করে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। তবে পূর্ব ঘোষণামতো স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা এবং ৬০ বছরের বেশি ব্যক্তিরা সরকারি কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাচ্ছেন।   


আরও পড়ুন: মায়োটনিক ডিসট্রফি সারাতে ভরসা সাইক্লিং? বলছে গবেষণা