কলকাতা: করোনা সংক্রমণের মধ্যেই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিপা ভাইরাস (Nipah Virus)। কেরলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা রোজই বাড়ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার মতোই ছড়ায় নিপা ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস বাদুড় থেকে মানুষের শরীরে ছড়ায়। এরপর এক জনের থেকে অন্য জনের দেহে করোনা ভাইরাসের (Corona Virus) মতোই ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস। প্রসঙ্গত, কেরলেই ২০১৮ সালে এই ভাইরাস কার্যত মহামারীর আকার নিয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ বছরের এক কিশোরের মৃত্যুও হয়েছে সেখানে। এছাড়াও আরও দুজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছে।


কীভাবে ছড়ায় এই নিপা ভাইরাস?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাসে আক্রান্ত শূকর কিংবা বাদুড় (যে সমস্ত বাদুড় ফল খায়)-এর সঙ্গে সরাসরি সংস্পর্শে আসলে তার থেকে ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস। 


নিপা ভাইরাসের লক্ষণগুলো কী কী?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে এর লক্ষণগুলো দেখা দেয়। জ্বর, মাথার যন্ত্রণা, গা বমি বমি ভাব, মাথা ঘোরা প্রভৃতি দেখা দিতে পারে। এছাড়াও, মৃগির উপসর্গ, গলায় ব্যথা, কাশি, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া প্রভৃতি লক্ষণগুলি দেখা দেয়। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মৃত্যু পর্যন্ত হতে পারে বলে। আরও উদ্বেগের খবর জানাচ্ছেন তাঁরা। বলছেন, উপসর্গ দেখা দেওয়ার ১০ থেকে ১২ দিন কোনও চিকিৎসা না হলে ব্রেন ফিভারে এই ভাইরাসে আক্রান্তের মৃত্যু হতে পারে। তাঁরা জানাচ্ছেন, নিপা ভাইরাসের লক্ষণ কারও মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।


কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন যে, তাঁরা বিভিন্ন দল গঠন করে ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্তের চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছেন। এবং মৃত কিশোরের সংস্পর্শে ইতিমধ্যেই যাঁরা এসেছিলেন, তাঁদের আইসোলেট করার প্রক্রিয়াও চালু হয়ে গিয়েছে।