কলকাতা: গত দুটো বছর ধরে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। বিশ্বের বহু মানুষ করোনা (Covid19) আক্রান্ত হয়েছেন। আজও হচ্ছেন। মারণ ভাইরাস করোনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তবে করোনা একা নয়, এসেছে তাঁর নতুন বেশ কিছু ভ্য়ারিয়েন্টও। কখনও ডেল্টা, কখনও ওমিক্রন (Omicron), কখনও ফ্লোরোনা আবার কখনও ইহু নামে করোনার নতু নতুন রূপ বিশ্বের নানা প্রান্তে দরা পড়েছে। নানা রূপে করোনা সংক্রমণ ঘটিয়ে চলেছএ। এই সময়ে উপসর্গগুলির দিকে বিশেষ নজর রাখার প্রয়োজন। সামান্য উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এবং তাঁর পরামর্শমতো চিকিৎসা শুরু করা প্রয়োজন।


একে সারা দেশে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে সংক্রমণ বাড়াচ্ছে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যেই সারাদেশে বহু মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের কখনও কখনও নতুন নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। যেগুলিকে সাধারণ মনে করে অবহেলা করলে বিপদ হতে পারে।


আরও পড়ুন - Health Tips: বাতের ব্যথায় ভুগছেন? এই খাবারগুলো খাচ্ছেন না তো?


বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপসর্গগুলিও হালকা প্রকৃতির। তাই অনেকেই সাধারণ জ্বর সর্দি ভেবে এড়িয়ে যান। ১৪টা উপসর্গ রয়েছে এর। যেগুলি অবশ্যই নজরে রাখা দরকার। বিশেষজ্ঞদের নতে, নাক থেকে জল পড়া, মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, বমি ভাব, হাঁচি, গলায় ব্যথা, কাশি, গলা বসে যাওয়া, জ্বর, ঝাপসা দেখা, দৃষ্টিশক্তিতে সমস্যা হওয়া, পেশিতে টান ধরা, গন্ধ সঠিকভাবে না পাওয়া এবং বুকে ব্যথা হওয়ার মতো উপসর্গ দেখা দেয় ওমিক্রনে। এপরম কোনও উপসর্গ দেখা দিলে যাবতীয় কোভিডবিধি মেনে চলুন। 


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।