অমৃতসর : দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রামক করোনা ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। ভয়াবহতা ঠেকাতে রাজ্য সরকারগুলি নতুন করে কড়া পদক্ষেপ নিচ্ছে। ভ্যাকসিন (vaccine ) নেওয়ায় বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলি।
পঞ্জাব সরকারে সাম্প্রতিককালে কড়া নির্দেশ , এই বছরের মধ্যে করোনার (Coronavirus) টিকা নিয়ে ফেলা মাস্ট। কোভিড -19 টিকার শংসাপত্র ছাড়া সরকারি কর্মচারীদের বেতনও দেওয়া হবে না, জানিয়ে দিল রাজ্য সরকার । সরকারি কর্মচারীদের জন্য ‘নো জ্যাব নো স্যালারি’ নীতির লক্ষ্য নিয়ে এগোচ্ছ সরকার।
কোভিডের টিকা যাতে প্রত্যেকে নেন, তার প্রচার জোরকদমে শুরু করেছে সরকার। টিকা নেওয়া হয়ে গেলে সরকারি কর্মচারিদের ভ্যাকসিনের সার্টিফিকেটটি পঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে। যাঁরা এখনও পর্যন্ত কোভিড টিকা নেননি, সেই সমস্ত সরকারি কর্মচারীদের বেতন পাওয়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। টিকা না নিলে কি কোনও জরিমানা করা হবে এই মাসেই? সে বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন :
রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২
এদিকে, রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকেই তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। এই বলে পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।
বিদেশ ফেরত বিমানযাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেখানে বলা হয়েছে, যে সব বিদেশফেরত যাত্রীদের RTPCR টেস্ট পজিটিভ আসবে, তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে দেওয়া হবে না। একেবারে পৃথকভাবে আইসোলেশন করতে হবে। সেই সকল করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে হবে। ওই রিপোর্ট নেগেটিভ এলেও, অন্যান্য করোনা আক্রান্তের মতো তাঁদের চিকিৎসা করতে হবে। এমনকী ওমিক্রন-সংক্রমণ বেশি ছড়িয়েছে, এমন দেশ থেকে গত ১৪ দিনে যাঁরা ফিরেছেন তাঁদেরও একইভাবে আইসোলেট করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩।