নয়া দিল্লি: রক্তের গ্রুপের (Blood Group) ওপর নির্ভর করে শরীরের অনেক রোগ। ম্যালেরিয়া (Malaria), এইচআইভির (HIV) মতো রোগের ঝুঁকি যেমন নির্ভর করে কোন গ্রুপের রক্ত তার ওপর। তেমনই কোভিডও (Coronavirus) নির্ভর করে আপনার দেহে কোন গ্রুপের রক্ত রয়েছে তার ওপর। 


দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের রক্তের গ্রুপ এ (A), বি (B) এবং আরএইচ প্লাস (RH+), তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। পাশাপাশি যাদের রক্তের গ্রুপ ও (O), এবি (AB)এবং আরএইচ মাইনাস (RH-), তাঁদের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম, সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সূত্রে এমনটাই খবর। 


৮ এপ্রিল, ২০২০ থেকে ৪ অক্টোবর ২০২০ এর মধ্যে গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৮৬ জন কোভিড পজিটিভ রোগীর ওপর এই গবেষণাটি করা হয়েছিল। ডিপার্টমেন্ট অফ রিসার্চের ডঃ রশ্মি রানা বলেন, "যাঁদের মারাথম রকমের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁদের রক্তের গ্রুপে এই বিভাজন কতটা কার্যকর তা এখনও জানা যায়নি। তবে এখন ABO এবং Rh ব্লাড গ্রুপের ওপর কাজ চলছে। এই দুই গ্রুপের রক্তে কোভিড ঝুঁকি কতটা তা গবেষণা করে দেখা হচ্ছে।"                


এর আগে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়, আমাদের শরীরে কোভিডের দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছে রক্তের বিশেষ কোনও একটি গ্রুপ। সেই প্রকাশিত পেপারের গবেষকদের দাবি ছিল, তাঁরা দেখেছেন, ‘এ’ গ্রুপের (পজিটিভ ও নেগেটিভ) রক্তবাহকদের শরীরে কোভিড-১৯ ভাইরাস বেশি ভয়াবহ হয়ে উঠছে। 


অন্যদিকে আরেক চিকিৎসক বিবেক রঞ্জন বলেন, B রক্তের গ্রুপের পুরুষ রোগীদের একই রক্তের গ্রুপের হলেও মহিলা রোগীদের তুলনায় তাঁদের ভাইরাসের ঝুঁকি বেশি। ৬০ বছরের কম বয়সী রোগীরা যদিও বেশি সংবেদনশীল হতে পারে কোভিড সংক্রমণের জন্য। 


 


তথ্যসূত্র- এবিপি লাইভ হিন্দি


(ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।)