কলকাতা: নানা কারণে মধুমেহ (Diabetes) রোগ দেখা দেয়। অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, এছাড়াও আরও নানা কারণ রয়েছে এই রোগে আক্রান্ত হওয়ার। মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তিদের কী কী লক্ষণ দেখা দেয়, বা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন মধুমেহ রোগ দেখা দিয়েছে, তা বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিন্তু মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার আগে কী কী লক্ষণ দেখা দেয়? সেগুলো কি জানা আছে? জানা থাকলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাইপ টু ডায়াবিটিস (Type 2 Diabetes) এমন  একটি অসুখ যা একবার দেখা দিলে চিরকাল বয়ে নিয়ে চলতে হয়। মধুমেহ রোগ নির্মূল হওয়ার এখন পর্যন্ত কোনও সঠিক পদ্ধতি বা উপায় জানা যায়নি। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা যায়, গত বছর ৭৪.২ মিলিয়ন মানুষের মধ্যে এই অসুখ রয়েছে। বিশেষজ্ঞদের তাঁদের আশঙ্কা, আগামী ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যাটা ১২৪.৮ মিলিয়নে গিয়ে পৌঁছবে।


আরও পড়ুন - Health Tips: পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা স্মৃতিশক্তি উন্নত রাখতে সপ্তাহে কতদিন শরীরচর্চা করবেন?


প্রি ডায়াবিটিস (Prediabetes) হল সেই সীমারেখাটা যা পেরলেই কোনও মানুষ টাইপ টু ডায়াবিটিসে আক্রান্ত হবেন। এই অবস্থায় অন্যান্য ব্যক্তিদের তুলনায় রক্তে শর্করার মাত্রা বেশি থাকে। এবং আমাদের শরীরেই নানা লক্ষণ দেখা দিতে থাকে। ডায়াবিটিস হোক কিংবা প্রি ডায়াবিটিস দুটোই নির্ভর করে ইনসুলিনের হেরফেরের উপর। টাইপ টু ডায়াবিটিসের কারণে হৃদরোগ, স্ট্রোক, কিডনির সমস্যা এবং আরও নানা সমস্যার ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই জেনে নেওয়া জরুরি মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার আগে শরীরে কী কী লক্ষণ দেখা দেয়।


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার আগে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়।


২. ঘাড়, কনুই, বগল এবং শরীরের নানা অংশে অস্বাভাবিক কিছু অনুভূতি হতে থাকে।


৩. প্রিয় ডায়াবিটিস পর্যায় মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে রাতে ভালো ঘুমের পরও সারাদিন ক্লান্তিবোধ হতে থাকে। তার সঙ্গে মাঝেমধ্যেই মাথা ঘোরার সমস্যা দেখা দেয়।


৪. প্রিয় ডায়াবিটিস পর্যায়ে ত্বকে কালচে ছোপ পড়ে। ত্বক তুলনায় কালো হয়ে যেতে থাকে।


৫. চোখে ঝাপসা দেখা কিংবা আচমকায়ই চোখ অন্ধকার হয়ে যাওয়া প্রি ডায়াবিটিসের লক্ষণ।


৬. অত্যধিক প্রস্রাব পাওয়ার মতোই বারবার জল তেষ্টাও পায় এই শারীরিক অবস্থায়।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।