Psoriasis Treatment: শুধু ত্বকের অসুখ নয় সোরিয়াসিস, চিকিৎসা না করালে হতে পারে আরও কঠিন অসুখ
নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | 30 Nov 2021 03:01 PM (IST)
Psoriasis Symptoms, treatment : আসলে সোরিয়াসিসকে অনেকেই এগজিমার সঙ্গে গুলিয়ে ফেলেন। ত্বক বিশেষজ্ঞের কাছে না গিয়ে অনেকেই এগজিমা ভেবে ওষুধ লাগিয়ে যান। আর সমস্যা সারার বদলে বেড়েই যায়।
Psoriasis Treatment: শুধু ত্বকের অসুখ নয় সোরিয়াসিস, চিকিৎসা না করালে হতে পারে আরও কঠিন অসুখ
কলকাতা : সোরিয়াসিস । নামের সঙ্গে পরিচয় অনেকেরই আছে বটে। কিন্তু অনেকেই মনে করেন এটি একটি ত্বকের রোগ মাত্র। কিন্তু চিকিৎসা সংক্রান্ত গবেষণা বলছে, সোরিয়াসিসের প্রভাব শুধু ত্বকে আটকে নয়। শরীরের বিভিন্ন কাজকর্মকে প্রভাবিত করতে পারে এই অসুখ। ঘটাতে পারে অস্টিওপোরেসিসের মতো সমস্যা। আনতে পারে গভীর মানসিক অবসাদ। বিস্তারিত জানালেন চর্মরোগবিশেষজ্ঞ ডা. অভিষেক দে ( Dr. Abhishek De - Dermatologist) অনেকের ধারণা, সোরিয়াসিস হয় খুব কম জনের। চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অভিষেক রায় জানাচ্ছেন, বিশ্বের ১০০ মিলিয়নের অনেক বেশ মানুষ ভোগেন এই সমস্যায়। মোট জনসংখ্যার ২–৩% এই সোরিয়াসিসে আক্রান্ত। ভারতের মতো জনবহুল দেশে সেই সংখ্যাটা নেহাত কম নয়। আসলে সোরিয়াসিসকে অনেকেই এগজিমার সঙ্গে গুলিয়ে ফেলেন। ত্বক বিশেষজ্ঞের কাছে না গিয়ে অনেকেই এগজিমা ভেবে ওষুধ লাগিয়ে যান। আর সমস্যা সারার বদলে বেড়েই যায়।
ত্বকের ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সোরিয়াসিসের মূল লক্ষণ গুলি হল -
ত্বকে গোলাপি রঙের দগদগে দাগ
গোলাপি রঙের ঘায়ের মতো দেখতে
অসম্ভব চুলকানি
চুলকোতে চুলকোতে রক্ত বের হওয়া কেন হয় সোরিয়াসিস ?
জেনেটিক কারণে সোরিয়াসিস হয়ে থাকে
পারিবারিক ইতিহাস জেনে সোরিয়াসিস রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়
এই রোগ কোনওভাবেই ছোঁয়াচে নয়
রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু অনেক সময়ই দেখা যায়, শরীরের ভিতরের কোষেরই ক্ষতি করে দেয় ইমিউন সিস্টেম। সোরিয়াসিসের ফলে আর কী কী সমস্যা হতে পারে?
সোরিয়াসিস ঠিক সময় চিকিৎসা না হলে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার ঝুঁকি থাকে। ৩০–৪০ বছর বয়সে সোরিয়াসিস হতে পারে আবার কোনও কোনও ক্ষেত্রে ১৫-১৬ বছর বয়সেও সোরিয়াসিস হতে পারে।
শুষ্ক ত্বক সোরিয়াসিসের সমস্যা বাড়িয়ে দেয়।
সোরিয়াসিসের সমস্যা গুরুতর করে তোলে ডায়াবেটিস। আবার উল্টোদিকে সোরিয়াসিস বাড়লে ডায়াবেটিসের সমস্যা বাড়ে ।
অতিরিক্ত স্ট্রেস-টেনশন বাড়িয়ে দিতে পারে সোরিয়াসিস।
অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অতিরিক্ত ওজনবৃদ্ধি সোরিয়াসিসের সমস্যা বাড়ায় ।
মদ্যপান, ধূমপানও সোরিয়াসিস রোগীদের ক্ষেত্রে বারণ করা হয় ।
মেটাবলিক সিনড্রোমের সঙ্গেও সোরিয়াসিসের সম্পর্ক রয়েছে।
হার্টের অসুখ, হাইপারটেনশনে সোরিয়াসিস বাড়ে।
কিডনির অসুখ
চোখের সমস্যা সোরিয়াসিসের চিকিৎসা কী ?
ঠিক সময় ধরা পড়লে সোরিয়াসিসের চিকিৎসা মলমে, খাওয়ার ওষুধে সারতে পারে ।
কখন ধরা পড়বে সোরিয়াসিস, তার উপর নির্ভর করে কতদিনে সারবে অসুখ । চর্মরোগবিশেষজ্ঞ ডা. অভিষেক দে