কলকাতা : বর্ষাকাল মানেই চারিদিকে জমা জল আর তাতে মশার বাড়বাড়ন্ত, নানারকম সংক্রমণ এবং নানারকম অসুখ। বর্ষাকালে মশার বাড়বাড়ন্তের কারণে ডায়ারিয়া, কলেরা, ডেঙ্গি, টাইফয়েডের মতো নানারকম অসুখ লেগেই থাকে। কিন্তু এই অতিমারীর পরিস্থিতিতে যেভাবে চারিদিকে জ্বর, সর্দি, কাশি লেগে রয়েছে, তাতে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন কোনটা কোভিডের লক্ষণ আর কোনটা সাধারণ জ্বর সর্দি তার পার্থক্য করতে না পেরে। তবে, এটা জেনে নেওয়া খুবই জরুরি। তবেই আপনি সঠিক অসুখের সঠিক চিকিৎসা করাতে পারবেন।


বিশেষজ্ঞরা বর্ষাকালের কিছু অসুখের লক্ষণ জানাচ্ছেন, যা থেকে আপনি খুব সহজভাবেই কোভিডের সঙ্গে পার্থক্য করতে পারবেন-


১. ডেঙ্গি - জ্বর, মাথা ঘোরা, বমি বমি ভাব, সারা শরীরে ব্যথা, চোখে ব্যথা, পেশিতে, গাঁটে বা হাড়ে যন্ত্রণা। এগুলিই ডেঙ্গির প্রধান লক্ষণ। কারও মধ্যে যদি এই সমস্ত লক্ষণগুলি দেখা দেয়, তাহলে বুঝতে হবে তাঁর ডেঙ্গি হয়েছে।


২. চিকুনগুনিয়া - ডেঙ্গি আর চিকুনগুনিয়ার লক্ষণগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লক্ষ্য রাখতে হবে যে আপনার মধ্যে জ্বর, গায়ে ব্যথা, মাথা ঘোরা, তলপেটে ব্যথা, পেশি এবং গাঁটের ব্যথা এবং চোখে ব্য়থার মতো সমস্যা দেখা দিচ্ছে কি না।


৩. ম্যালেরিয়া - যদি কারও ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে তাঁর হয় প্রত্যেকদিন জ্বর থাকবে, নাহলে একদিন অন্তর জ্বর থাকবে। এরই পাশাপাশি ডায়ারিয়া, গায়ে ব্যথা, বুক ধড়ফড় এবং কাঁপুনি দেওয়ার মতো সমস্যাও দেখা দেবে।


৪. ভাইরাল ফিভার - বর্ষাকালে ভাইরাল ফিভার খুবই সাধারণ একটা অসুখ। এক্ষেত্রে জ্বরের পাশাপাশি দুর্বলতা, ডিহাইড্রেশন, গায়ে ব্যথার মতো সমস্যা দেখা দেবে।


৫. কোভিড-১৯ - সবশেষে কোভিডের লক্ষণগুলিও জেনে নেওয়া দরকার। কোভিডে আক্রান্ত রোগীর মধ্যে জ্বর, শুকনো কাশি, ত্বকে ফুসকুরি জাতীয় সমস্যা, সারা শরীরে ব্যথা, গন্ধ না পাওয়া, স্বাদ না পাওয়া, দুর্বলতা, ডায়রিয়া, বুকে ব্য়থা, শ্বাসকষ্ট, রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে।


বর্ষাকালে যে কোনও রোগের হাত থেকে বাঁচতে খেয়াল রাখতে হবে যেন বাড়ির চারপাশে কোনওভাবেই জল না জমে। পাশাপাশি জল ফুটিয়ে ঠান্ডা করে খেলে সবথেকে ভাল হয়। এরই সঙ্গে যে জিনিসটা প্রতিটা ক্ষেত্রে মাথায় রাখা দরকার তা হল পরিচ্ছন্নতা। সবসময় হাত পরিষ্কার রাখতে হবে। নাক বা মুখে হাত দেওয়ার সময় হাত ধুয়ে নেওয়া খুবই জরুরি বলে মনে করছেন তাঁরা।