গত কয়েক বছরে ছত্রাক জনিত রোগ অনেক বেড়ে গিয়েছে। শুধু বর্ষা নয়, সারা বছরই ভোগাচ্ছে ছত্রাকবাহিত নানা রোগ। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল ব্ল্যাক ফাঙগাসের সংক্রমণ । তবে অনেক সময়ই ছত্রাক বাহিত অনেক অসুখ আমাদের ঘায়েল করে, যা হয়ত কিছুটা সতর্ক হলে এড়ানো যেতে পারে। ছত্রাক সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন ছোঁয়াচে হতেও পারে, আবার নাও হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, যে কোনও জায়গায় হতে পারে।
ফাঙ্গাল ইনফেকশন হলে তো চিকিৎসকের কাছে যেতেই হবে। ওষুধ খাওয়া মাস্ট। তবে কিন্তু আগাম সতর্কতা ফাঙগাল ইনফেকশন থেকে অনেকটাই দূরে রাখতে পারে আপনাকে। সেই সঙ্গে ত্বকে কোনও ফাঙ্গাল ইনফেকশন হলে এই ঘরোয়া টোটকাগুলি ব্যবার করতেই পারেন।
আরও পড়ুন:
রাতে ভাইফোঁটার জমায়েত? ঝটপট বানিয়ে ফেলুন চিংড়ি - চিকেনের দুই হটকে পদ !
রসুন বাটা (Garlic paste): আপনার কি দাদের মতো সমস্যা হয়েছে ? দাদ কিন্তু মারাত্মক ছোঁয়াচে। দাদের উপযুক্ত চিকিৎসা শুরু করতে হবে যত দ্রুত সম্ভব। তবে ঘরোয়া টোটকা হিসেবে ট্রাই করে দেখতে পারেন, রসুন বাটার সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেলের মিশ্রণ । সংক্রমিত জায়গায় মিশ্রণটি ২ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এর ফলে দাদা ও চুলকানি থেকে কিছুটা আরাম পাবেন।
অ্যাপল সিডার ভিনিগার (Apple Cider Vinegar): দাদের মতো গুরুতর সমস্যা সারাতে ওষুধের বিকল্প নেই। তবে অ্যাপল সিডার ভিনিগার ব্যবহার করে দেখতে পারেন, উপকারে আসতে পারে। এই ভিনিগারে আছে ফাঙ্গাসের সঙ্গে লড়ার ক্ষমতা( anti-fungal properties) । দাদের কষ্ট থেকে আরাম দিতে সাহায্য করবে। ক্যানডিডা ফাঙ্গাল ইনফেকশনের জন্য এই ভিনিগার কার্যকর। একটা তুলোয় অ্যাপল সিডার ভিনিগান নিয়ে সংক্রমিত জায়গায় লাগান। দিন তিনবার এটি করে দেখতে পারেন। উপকার দেবে।
অ্যালোভেরা (Aloe Vera) : ত্বকের হাজারো সমস্যার সমাধানে দারুণ কাজ করে অ্যালোভেরা। এর ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ার ক্ষমতা প্রবল ( anti-fungal and anti-bacterial properties)। ত্বক ও মাথার স্ক্যাল্পের নানা সমস্যায় অ্যালোভেরা পাতার ভিতর থকথকে জেলির মতো অংশটি খুব ভাল কাজ করে। যেসব জায়গা চুলকোচ্ছে, সেখানে অ্যালোভেরা পাতার জেল লাগান। দিনে অনন্ত ৪ বার। আরাম পাবেন।
Disclaimer: ABP News does not confirm the methods, and claims mentioned in this article. Kindly take these as suggestions only. Please consult a doctor before following any of the above-mentioned treatments/medications/diets.