কলকাতা: হৃদরোগের সঙ্গে মস্তিকের ক্ষতির সম্পর্কের কথা অজানা নয়। কিন্তু কতটা ক্ষতি হয়? তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে চলছে গবেষণা। তেমনই একটি গবেষণায় মিলল বেশ আশঙ্কাজনক তথ্য। সম্প্রতি হওয়া একটি গবেষণায় বলা হয়েছে, হার্ট অ্যাটাকে (heart attack) আক্রান্ত হওয়া প্রতি তিনজনের মধ্যে একজনের মানসিক স্বাস্থ্যের (mental health) ভালরকম ক্ষতি হচ্ছে।


কোথায় গবেষণা?
আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির (american college of cardiology) ৭১তম বার্ষিক অনুষ্ঠানে গবেষণাপত্রটি পেশ করা হয়েছে।  পোল্যান্ডের চিকিৎসক ডমিনিকা কাসপ্রাজাকের (dominika kasprzak) নেতৃত্বে গবেষণাটি হয়েছে। গবেষকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পর রোগীর মস্তিকের কার্যকলাপের উপর কড়া নজর রাখতে হবে।  তাঁরা জানিয়েছেন, এমন অনেক রোগীর সন্ধান তাঁরা পেয়েছেন যাঁদের মস্তিকের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা দীর্ঘদিন নজরেই পড়েনি। ডমিনিকা কাসপ্রাজাক বলেন, 'এই সমস্যা সাময়িক এবং চিরস্থায়ী দুই রকমই হতে পারে। অনেকক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার বেশ কয়েকমাস পরে রোগীদের মধ্যে এই সমস্যা দেখা যায়।'


কী ভাবে গবেষণা হয়েছে?
পোল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি ২২০ জন রোগীর উপর পরীক্ষা হয়েছে। তাঁদের সকলেরই হার্ট অ্য়াটাকের কিছুদিন পর দুটি পরীক্ষা (cognitive assessments) করা হয়েছে। তারপর আবার ৬ মাস পরে একই পরীক্ষা করা হয়েছে।


কোন পরীক্ষা?
মিনি মেন্টাল স্টেট (mini mental state) এবং ক্লক ড্রয়িং টেস্ট (clock drawing test) করা হয়েছে। এই দুটি পরীক্ষার মাধ্য়মে কোনও ব্য়ক্তির চিন্তাশক্তি, স্মৃতি, সাধারণ কিছু কাজকর্ম ঠিকভাবে হয় কিনা তা দেখা হয়।
পরীক্ষায় শেষে দেখা গিয়েছে মোটামুটি ৫০ শতাংশ রোগীর ক্ষেত্রে সমস্য়া নেই। কিন্তু বাকি ৫০ শতাংশের ক্ষেত্রে সমস্য়া দেখা গিয়েছে। অনেকক্ষেত্রেই প্রথমদিকে সমস্য়া না হলেও পরে নানাকরকম জটিলতা দেখা গিয়েছে।  


গবেষকরা জানাচ্ছেন, অনেক সময় এই ধরনের সমস্য়া থেকে স্মৃতিশক্তি (memory) নষ্ট বা ডিমেনশিয়ার মতো সমস্য়া তৈরি হয়। আপাতত আরও বিস্তারিত ভাবে গবেষণা করছে ওই দলটি। চিকিৎসকরা কীভাবে ওই সমস্যায় চিকিৎসা শুরু করতে পারবেন, তা নিয়েও চলছে গবেষণা।


আরও পড়ুন: অভিষেকের আকস্মিক প্রয়াণ, কেন অকালে চলে যাওয়া? কী শিক্ষা নেওয়া দরকার