কলকাতা: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেই আমেরিকায় ৩৭ মিলিয়ন মানুষ কিডনির সমস্যায় (Kidney Problem) আক্রান্ত। তাই কিডনির সমস্যার দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাঁদের মতে, কিডনির সমস্যা দেখা দিলে শরীরে আরও বেশ কিছু রোগের প্রকোপ বাড়ে। যার ফলে স্বাস্থ্যের অবনতি হওয়ার পাশাপাশি প্রাণহানিও হতে পারে। তাই কী কী কারণে কিডনির সমস্যা দেখা দিতে পারে, কোন কোন লক্ষন দেখে কিডনির সমস্যা বোঝা যাবে, সেগুলো জেনে রাখা খুব জরুরি।


শরীরে অন্য কোন রোগ বাসা বেঁধে থাকলে কিডনির সমস্যা দেখা দিতে পারে, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, যাঁদের শরীরে ইতিমধ্যে মধুমেহ, উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশন, বিভিন্ন হৃদরোগের সমস্যা রয়েছে, পরিবারে আরও কোনও সদস্যের কিডনির সমস্যা দেখা গিয়েছে এছাডা ষাট বছরের উর্ধ্বের ব্যক্তিদের মধ্যে কিডনির সমস্যা দেখা দিতে পারে।


কিডনি ফেলিওর হলে কোন কোন লক্ষণ দেখা যায়? তাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Kidney Failure Symptoms)
১. চুলকানি
২. পেশিতে টান ধরা
৩. মাথা ঘোরা এবং বমি বমি ভাব
৪. খিদে না পাওয়া
৫. অতিরিক্ত প্রস্রাব পাওয়া কিংবা একেবারেই প্রস্রাব না হওয়া
৬. শ্বাস নিতে সমস্যা
৭. ঘুমের সমস্যা


আরও পড়ুন - Health Tips: কোন লক্ষণ দেখে বুঝবেন হাঁপানির সমস্যা দেখা দিয়েছে? শীতকালে জেনে রাখা খুব জরুরি


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনও ব্যক্তির কিডনি আচমকা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কোন কোন লক্ষণ দেখা দিতে পারে-
১. তলপেটে ব্যথা
২. পিঠে ব্যথা
৩. ডায়রিয়া
৪. জ্বর
৫. নাক থেকে রক্ত পড়া
৬. ত্বকে নানা সমস্যা দেখা দেওয়া
৭. বমি


এই সমস্ত লক্ষণ দেখা দিলে একেবারেই ফেলে রাখা ঠিক নয় বলে মত বিশেষজ্ঞদের। যতটা সম্ভব দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা শুরু করা দরকার।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।